অনলাইন ডেস্ক, ১৩ জানুয়ারি।। ভারত-পাক সীমান্তে দু’টি গোপন সুড়ঙ্গের সন্ধান পেল সীমান্ত রক্ষী বাহিনী। বুধবার জম্মু-কাশ্মীরের সাম্বা জেলার কাঠুয়াতে এই দু’টি সুড়ঙ্গের হদিশ মেলে। বিএসএফ-এর পক্ষ থেকে জানানো হয়েছে, এদিন জওয়ানরা যখন টহলদারির কাজ করছিলেন সে সময় দু’টি সুড়ঙ্গ তাদের নজরে আসে। সুড়ঙ্গ দু’টি পাকিস্তানের দিক থেকে ভারতে প্রবেশ করেছে।
বিএসএফের কর্তাদের অনুমান, ওই সুড়ঙ্গ দিয়ে জঙ্গিদের ঢোকানোর চেষ্টা করেছিল পাকিস্তান। ওই দুই সুড়ঙ্গের হদিশ পাওয়ার সঙ্গে সঙ্গেই গোটা এলাকায় চলছে চিরুনি তল্লাশি। সুড়ঙ্গ দিয়ে কোনও জঙ্গি দেশের ভিতরে ঢুকেছে কিনা তা জানতে জোরদার নজরদারি চালানো হচ্ছে আশপাশের এলাকায়। বিএসএফ জওয়ানরা জানিয়েছেন, দু’টি সুড়ঙ্গ পাকিস্তানের দিক থেকে শুরু হয় ভারতীয় ভূখণ্ডে শেষ হয়েছে। যেখান থেকে সহজেই পাকিস্তান থেকে জঙ্গিরা অনুপ্রবেশ করে জম্মু-কাশ্মীরের বিভিন্ন এলাকায় গা ঢাকা দিয়ে থাকতে পারে।
কাঠুয়া এলাকায় এর আগেও এ ধরনের সুড়ঙ্গের হদিশ মিলেছিল। মূলত পাকসেনার সাহায্যেই সুড়ঙ্গগুলি তৈরি করা হয় বলে বিএসএফের অভিযোগ। এই মুহূর্তে কাশ্মীর সফর করছেন চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত। জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নরের সঙ্গে মঙ্গলবার এক জরুরি বৈঠক করেন রাওয়াত। সেখানেই রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে পর্যালোচনা করা হয়।
এরই মধ্যে এই সুড়ঙ্গের হদিশ মিলল। উল্লেখ্য, ২০২০-র ২২ নভেম্বর সাম্বা জেলার রিগাল এলাকায় আন্তর্জাতিক সীমান্তের কাছে ১৫০ ফুট লম্বা একটি সুড়ঙ্গ মিলেছিল। বিএসএফের পক্ষ থেকে জানানো হয়েছিল, ভারতে জঙ্গিদের প্রবেশ করানোর জন্য ওই সুড়ঙ্গ ব্যবহার করা হয়েছে।