অনলাইন ডেস্ক, ১৩ জানুয়ারি।। মঙ্গলবার কেন্দ্রের তৈরি নতুন কৃষি আইনের উপর স্থগিতাদেশ জারি করেছে সুপ্রিম কোর্ট। একই সঙ্গে কৃষকদের দাবি দাওয়া এবং সরকারের বক্তব্য পর্যালোচনা করে একটি সিদ্ধান্তে উপনীত হওয়ার জন্য চার সদস্যের এক কমিটি গঠন করেছে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ওই কমিটি আগামী ১০ দিনের মধ্যেই তাদের শুনানি শুরু করবে বলে জানিয়ে দিয়েছে।
দেশের প্রধান বিচারপতি এস এ বোবদের নেতৃত্বাধীন বেঞ্চ ওই কমিটিকে দু’মাস সময় দিয়েছে। এই দু’মাসের মধ্যে সরকার এবং কৃষকদের বক্তব্য জেনে তা বিশ্লেষণ করে শীর্ষ আদালতে রিপোর্ট পেশ করতে বলা হয়েছে। ওই রিপোর্টের ওপর ভিত্তি করেই সর্বোচ্চ আদালত কৃষি আইন নিয়ে চূড়ান্ত রায় ঘোষণা করবে। তবে কৃষকরা সুপ্রিম কোর্টের তৈরি করে দেওয়া এই কমিটির বিষয়ে তীব্র আপত্তি জানিয়েছে।
কৃষক সংগঠনগুলির দাবি, যে চার সদস্যকে নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে তারা নতুন আইনের পক্ষে বা সরকারের হয়েই কথা বলবেন। তাই তাঁরা ওই কমিটির বৈঠকে যোগ দেবেন না। শীর্ষ আদালতের তৈরি করে দেওয়া এই কমিটিতে আছেন কৃষি বিশেষজ্ঞ প্রমোদ জোশি, ভূপিন্দর সিং মান, অশোক গুলাটি এবং অনিল ঘানওয়াত। কৃষকরা স্পষ্ট বলেছেন, ওই চারজনই কেন্দ্রের আস্থাভাজন। তাই কমিটির সদস্য পরিবর্তন করা না হলে তাঁরা বৈঠকে যাবেন না।
দিল্লিতে কৃষকদের শুরু করা আন্দোলন এদিন ৫০ দিনে পড়েছে। এখনও পর্যন্ত আন্দোলন প্রত্যাহার করার কোনও লক্ষ্মণ দেখা যায়নি। সরকারের পক্ষ থেকে শীর্ষ আদালতে দাবি করা হয়েছিল যে, কৃষকদের এই আন্দোলনে খালিস্তান পন্থীরা লুকিয়ে রয়েছে। এ বিষয়ে সুপ্রিম কোর্ট কেন্দ্রকে হলফনামা দিয়ে বক্তব্য জানাতে বলেছে।