অনলাইন ডেস্ক, ১৩ জানুয়ারি।। প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা প্রকল্পের পাঁচ বছর পূর্ণ হল। পাঁচ বছর পূর্তিতে প্রধানমন্ত্রী বুধবার বলেন এই প্রকল্পের লক্ষ লক্ষ কৃষক উপকৃত হয়েছেন। এই বিমার জন্য ফসল উৎপাদনের ঝুঁকি কমেছে বলে প্রধানমন্ত্রী জানান। উল্লেখ্য, ২৪ ঘণ্টা আগেই নতুন কৃষি আইন নিয়ে সুপ্রিম কোর্টে বড় ধরনের ধাক্কা খেয়েছে নরেন্দ্র মোদি সরকার। রাজনৈতিক মহল মনে করছে, সেই ধাক্কা কাটিয়ে উঠতে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনাকে বিশেষ গুরুত্ব দিয়েছেন।
প্রধানমন্ত্রী এদিন তাঁর বক্তব্যে ফসল বিমা যোজনায় উপকৃত কৃষকদের বক্তব্য জানাতে অনুরোধ করেন। তিনি বলেন, মোদি অ্যাপের মাধ্যমে কৃষকরা যেন তাঁদের বক্তব্য জানান। প্রধানমন্ত্রী কৃষকদের সঙ্গে আলাপচারিতায় এদিন বলেন, আগে নানা প্রাকৃতিক বিপর্যয়ে ফসল নষ্ট হয়ে গেলে কৃষকরা কোনও ক্ষতিপূরণ পেতেন না। কিন্তু ফসল বিমা যোজনায় ফসল নষ্ট হয়ে গেলেও কৃষকরা বিমা সংস্থার কাছ থেকে ক্ষতিপূরণ পেয়ে যান। সব ধরনের স্বচ্ছতা মেনেই এই বিমা প্রকল্প চালু করা হয়েছে বলে প্রধানমন্ত্রী জানান।
রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, সুপ্রিম কোর্টে ধাক্কা খাওয়ার পর এটা মোদির নতুন ধরনের প্রচার এক কৌশল। তাই তিনি কৃষকদের মন পেতে অন্য রাস্তায় হাঁটছেন। প্রধানমন্ত্রী এদিন তাঁর বক্তব্যে আরও একবার জানান, কৃষকদের উন্নয়নই তাঁর সরকারের প্রধান লক্ষ্য। কৃষকদের উন্নয়নের জন্য তাঁর সরকার সব ধরনের সিদ্ধান্ত নিয়ে থাকে। পূর্ববর্তী কোন সরকারই কৃষকদের উন্নয়নের কথা ভাবেনি। কিন্তু তিনি কৃষকদের উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন। কারণ কৃষকদের উন্নয়ন ছাড়া দেশের অগ্রগতি হতে পারে না।