এ বিষয়ে সংগঠনটির দাবি, পরিচালককে বারবার বলা সত্ত্বেও কোন লাভ হয়নি। তাই শেষমেশ ‘বয়কট’ এর মতো সিদ্ধান্তে উপনীত হতে হয়েছে তাদের।
এছাড়াও এফডাব্লিউআইসিই এর তরফ থেকে অভিযোগে জানা গেছে, অভিনেতা-অভিনেত্রী, টেকনিশিয়ান এবং কলাকুশলী মিলিয়ে প্রায় এক কোটি পচিশ লক্ষ টাকা পারিশ্রমিক এখনো দেননি পরিচালক রাম গোপাল ভার্মা।
গত বছরের সেপ্টেম্বরে এই মর্মে সকলের পাওনা চেয়ে একটি চিঠি পাঠানো হয়েছিল পরিচালকের কাছে। কিন্তু সেই চিঠির কোন উত্তর দেননি পরিচালক। পরবর্তীতে আরো একটি আইনি নোটিশ পাঠানো হয় রাম গোপালের কাছে। কিন্তু সেই নোটিশও নিতে অস্বীকার জানান তিনি।
বর্তমানে নিজের অফিস মুম্বাই থেকে গোয়ায় স্থানান্তরিত করেছেন পরিচালক। গোয়ার মুখ্যমন্ত্রীর কাছেও পরিচালককে বয়কটের সিদ্ধান্ত জানিয়ে চিঠি দেওয়া হয়েছে এফডাব্লিউআইসিই এর তরফ থেকে। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে ভবিষ্যতে ৩২টি ইউনিয়নের কোনটিরই কোনো সদস্যই কাজ করবে না রাম গোপালের সঙ্গে। তবে এসবের কোনো উত্তরই দেননি পরিচালক।