অনলাইন ডেস্ক, ১৩ জানুয়ারি।। সম্প্রতি ভগ ম্যাগাজিন ক্যাপশন দেয় ‘ম্যাডাম ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস অ্যান্ড দ্য নিউ আমেরিকা’। কমলা হ্যারিসকে নিয়ে ভগের সেই ছবি শেয়ার করেই তাঁকে শুভেচ্ছা জানান প্রিয়াঙ্কা চোপড়া। প্রিয়াঙ্কা বলেন, আর ১০ দিনের মধ্যে কমলা হ্যারিসের মতো একজন নেত্রীকে দেখতে পাবেন মার্কিনীরা। কমলা হ্যারিস এমন একজন নেত্রী, যিনি ভারতীয় বংশোদ্ভূত।
কমলা হ্যারিসের বাবা-মা, যাঁরা জন্মেছেন ভারতের বাইরে। এবার সেই কমলা হ্যারিসকেই ভাইস প্রেসিডেন্ট হিসেবে দেখতে পাবেন মার্কিনীরা। জো বাইডেনের মন্ত্রিসভায় কমলা হ্যারিসের হাজিরা নিয়ে প্রথম নিয়েই জোর জল্পনা শুরু হয়। এবার সেই জল্পনার মাত্রাকে চড়িয়ে কমলা হ্যারিসকে নিয়ে পোস্ট করেন প্রিয়াঙ্কা চোপড়া।
যেখানে কমলা হ্যারিসের রাজনীতিতে আগমন নিয়ে মন্তব্য করেন প্রিয়াঙ্কা। কমলা হ্যারিসের উদাহরণ টেনে প্রিয়াঙ্কা চোপড়াও কি ভবিষ্যতে রাজনীতির দিকে পা বাড়াতে পারেন? এমন প্রশ্নও করতে শুরু করেছেন অনেকে। যদিও এ বিষয়ে কিছু খোলসা করেননি পিগি চপস।
বর্তমানে ইংল্যান্ডে রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। পরবর্তী সিনেমার শ্যুটিংয়ের জন্যই বর্তমানে ইংল্যান্ডে রয়েছেন তিনি। ইংল্যান্ডে থাকাকালীন প্রিয়াঙ্কা কেন স্যালোঁতে হাজির হন, তা নিয়ে ব্রিটিশ পুলিশের প্রশ্নের মুখে পড়তে হয় তাঁকে।
বলা বাহুল্য, করোনার নয়া স্ট্রেনের জেরে গোটা ব্রিটেনজুড়ে দ্বিতীয় দফার লকডাউন চলছে। সেই সময় নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে প্রিয়াঙ্কা কোন স্যালোঁয় হাজির হলেন, তা নিয়ে প্রশ্ন করা হয় সে দেশের পুলিশের তরফে।
যদিও টিম প্রিয়াঙ্কা চোপড়ার তরফে জানানো হয়, ছবির প্রয়োজনেই স্যালোঁয় হাজির হন অভিনেত্রী। প্রযোজনা সংস্থার প্রয়োজনেই প্রিয়াঙ্কা সেখানে যান বলে দাবি করা হয়।