অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা আগরতলা পুর নিগমের সাফাই কর্মীদের হাতে কম্বল তুলে দেন। পরে সাংসদ প্রতিমা ভৌমিক বলেন মানবতার পুজারি এবং সাম্যবাদের স্রষ্টা, তিনি বলেছিলেন মুচি,মেথর আমার ভাই। তিনি যুবকদেরকে হাতিয়ার করে সমগ্র দেশকে বলেছিলেন উঠ, জাগ। তিনি যুবকদেরকে বলেছিলেন ভারত মায়ের সেবা করার জন্য। তিনি হলেন বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ। মঙ্গলবার ওনার জন্মদিন। স্বামী বিবেকানন্দের দসাকে পাথেয় করে দেশের প্রধানমন্ত্রী বলেছেন সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস। স্বামী বিবেকানন্দ স্বদেশী জাগরণের কথা বলেছিলেন।
বর্তমানে দেশের প্রধানমন্ত্রীও বলছেন ভোকাল ফর লোকাল। স্বামীজি বলেছিলেন জিব সেবাই মানব সেবা। তাকে পাথেয় করে দেশের প্রধানমন্ত্রী বর্তমানে এই কোভিড পরিস্থিতির মধ্যে সকলকে বলছেন নিজের বাড়ির পাশের পাঁচটি পরিবারকে দেখার জন্য। সবাই যেন ক্ষেতে পারে সেইদিকে লক্ষ্য রাখার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী স্বামীজীর বানিকে পাথেয় করে যুব সমাজকে সাথে নিয়ে ভারতবর্ষকে পৃথিবীর শ্রেষ্ঠ করার কাজে এগিয়ে যাচ্ছেন।