চিকিৎসাকর্মীদের টিকা দেয়ার পর দেশটি তরুণদের টিকা দেবে। অর্থাৎ সাধারণ মানুষদের মধ্যে প্রথমে টিকা পাবেন ১৮ থেকে ৫৯ বছর বয়সীরা। বুধবার থেকে ইন্দোনেশিয়ায় টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ডা. নাদিয়া উইকেকো আলজাজিরাকে বলেন, ‘ইন্দোনেশিয়া তরুণদের আগে টিকা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। কারণ আমরা সিনোভ্যাকের টিকা বয়স্ক মানুষের শরীরে ট্রায়াল দেইনি। ’
আন্তর্জাতিক বিশেষজ্ঞরা এই কৌশলের সমালোচনা করলেও অনেক ইন্দোনেশিয়ান সমর্থন জানিয়েছেন। তারা বলছেন, ‘অধিকাংশ বয়স্ক মানুষ ঘরে থাকেন। বাইরে যান তরুণেরা। তাই তাদের আগে টিকা দেয়া উচিত।’
করোনাভাইরাস (কভিড-১৯) মহামারী প্রতিরোধে বিশ্বজুড়ে চলছে টিকা দেয়ার তোড়জোড়। কিন্তু তার আগেই চলে যাচ্ছে অনেক প্রাণ। ওয়ার্ল্ডো মিটারের বুধবার সকালের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রেকর্ড ১৫ হাজার ৭১১ জনের মৃত্যু হয়েছে।
এর আগে সর্বাধিক মৃত্যু হয় গত ৩০ ডিসেম্বর। সেদিন ১৫ হাজার ২২০ জনের মৃত্যু হয়। সব মিলিয়ে করোনায় মোট মৃত্যু ১৯ লাখ ৭০ হাজার ছাড়িয়ে গেছে।
গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত হয়েছে ৬ লাখ সাড়ে ৬৩ হাজারের মতো। আগের দিন এ সংখ্যা ছিল প্রায় ৫ লাখ সাড়ে ৮৬ হাজার। মোট সংক্রমণ দাঁড়িয়েছে ৯ কোটি ২০ লাখ সাড়ে ৯ হাজারের মতো।