অবশেষে গোপন সূত্রে টাকারজলা থানার পুলিশ অভিযানে নেমে ৪ এন এল এফ টি জঙ্গিকে আটক করতে সক্ষম হয়। পরে তাদের এন সি সি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে নাইন এম এম দুটি পিস্তল, গুলি, মোবাইল ও এন এল এফ টি-র নথী। আটক চার এন এল এফ টি জঙ্গিদের নাম লাল থাংগা রিয়াং, বয়স ৩৮, বাড়ি কাঞ্চনপুর মহকুমার আনন্দ বাজার থানার অন্তর্গত ভান্ডারিমা, জীবন রিয়াং, বয়স ৩৮, বাড়ি খেদাছড়া থানার অন্তর্গত খেদাছড়ার দুইগঙ্গা, গনরাম রিয়াং ওরফে গঙ্গা, বাড়ি ভান্ডারিমার ফুন্দংসাই, সিঙ্ঘ মনি রিয়াং, বাড়ি কাথিছেড়া থানার অন্তর্গত গুরুকুঠি । পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে। কিন্তু তদন্তের স্বার্থে পুলিশ এখনো কোনো রকম ভাবে কথা বলতে চাইছে না।