পিস্তল – কার্তুজ সহ এনএলএফটির চার জঙ্গী পুলিশের জালে

স্টাফ রিপোর্টার, আগরতলা, ১২ জানুয়ারি।। জঙ্গী তৎপরতা রাজ্যে ক্রমাগত বাড়ার ইঙ্গিত পূর্বেই স্পষ্ট হয়ে গিয়েছিল। ধারাবাহিক দু একবার অপহরণ কান্ডের ঘটনা ঘটেছে রাজ্যে। গন্ডাছড়া সহ একাধিক স্থানে জঙ্গিদের আনাগোনা চলছে বলে স্থানীয়দের কাছ থেকে খবর উঠে আসছিল। একইভাবে চাঁদা তোলার ঘটনাও সামনে উঠে আসে।  সেই মোতাবেক গত সপ্তাহে ধলাই জেলা পুলিশ ময়দানে নেমে সন্দেহজনকভাবে  দুই জঙ্গী সহযোগীকে আটক করতে সক্ষম হয়েছে। এদিকে জিরানিয়া, টাকারজলা, জাম্পুইজালা সে সমস্ত এলাকা দিয়েও এন এল এফ টি জঙ্গী তৎপরতা বেড়ে চলেছিল গোয়েন্দা সূত্রের  খবর ছিল।

অবশেষে গোপন সূত্রে টাকারজলা থানার পুলিশ অভিযানে নেমে ৪ এন এল এফ টি জঙ্গিকে আটক করতে সক্ষম হয়। পরে তাদের এন সি সি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে নাইন এম এম দুটি পিস্তল, গুলি, মোবাইল ও এন এল এফ টি-র নথী। আটক চার এন এল এফ টি জঙ্গিদের নাম লাল থাংগা রিয়াং, বয়স ৩৮, বাড়ি কাঞ্চনপুর মহকুমার আনন্দ বাজার থানার অন্তর্গত ভান্ডারিমা, জীবন রিয়াং, বয়স ৩৮, বাড়ি খেদাছড়া থানার অন্তর্গত খেদাছড়ার দুইগঙ্গা, গনরাম রিয়াং ওরফে গঙ্গা, বাড়ি ভান্ডারিমার ফুন্দংসাই, সিঙ্ঘ মনি রিয়াং, বাড়ি কাথিছেড়া থানার অন্তর্গত গুরুকুঠি । পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে। কিন্তু তদন্তের স্বার্থে পুলিশ এখনো কোনো রকম ভাবে কথা বলতে চাইছে না।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?