কোয়েটা গ্লাডিয়েটর্সে বোলিং কোচ হিসেবে এক সময়কার সতীর্থ আব্দুল রাজ্জাকের স্থলাভিষিক্ত হবেন গুল।আগের চার মৌসুমে গ্লাডিয়েটর্সের বোলিং কোচ ছিলেন সাবেক অলরাউন্ডার রাজ্জাক।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নতুন নিয়মানুযায়ী ঘরোয়া অ্যাসোসিয়েশন দলগুলোর কোচরা পিএসএলের কোচ হতে পারবেন না। রাজ্জাক দেশটির খাইবার পাখতুনখাওয়ার প্রধান কোচ। সেই সাথে জাতীয় নির্বাচক কমিটির সদস্যও তিনি। তাই পিএসএলে রাজ্জাককে দলের সাথে রাখছে না গ্লাডিয়েটর্স।
নতুন দায়িত্ব পাওয়া গুল গ্লাডিয়েটর্সের হয়ে দুই মৌসুম খেলেছেনও । গুলকে কোচিং স্টাফ হিসেবে পেয়ে খুশি দলটির মালিক নাদিম ওমর, ‘অভিজ্ঞতা নিয়ে আমাদের দলে যোগ হচ্ছেন গুল। রাজ্জাকের পরিবর্তে এরচেয়ে ভালো কাউকে আমরা পেতে পারতাম না। ’
দলটিতে প্রধান কোচের ভূমিকায় রয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক মঈন খান। গুল পাকিস্তানের হয়ে টেস্ট খেলেছেন ৪৭টি, ওয়ানডে ১৩০টি ও টি-টোয়েন্টি ৬০টি। এই তিন সংস্করণে তার উইকেট যথাক্রমে ১৬৩, ১৭৯ ও ৮৫টি।
পাকিস্তানকে ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতাতে বড় ভূমিকা রাখেন গুল। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান রানার্সআপ হয়। দুই আসরেই সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন গুল।