মকর সংক্রান্তির দিন এই কাজগুলি ভুলেও করবেন না!

অনলাইন ডেস্ক, ১৩ জানুয়ারি।। ইংরেজি বছর অনুযায়ী ১৪  জানুয়ারি, বৃহস্পতিবার মকর সংক্রান্তি। পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি মানেই পিঠে-পুলি খাওয়া আর ঘুড়ি ওড়ানো৷ বাংলা মাস অনুযায়ী পৌষ মাসের শেষ দিনটিতে এই উত্‍সব পালন করা হয়। শুধু বাঙালিরাই নয়, আমাদের দেশের নানা প্রান্তে এই দিনটিকে নানাভাবে বিশেষ উত্‍সবের সঙ্গে পালন করা হয়৷

মকর সংক্রান্তির দিন সূর্য নিজের কক্ষপথ বদল করে মকর রাশিতে প্রবেশ করে। তাই এই দিনটিকে মকর সংক্রান্তি বলে। শাস্ত্রে এই দিনটি নিয়ে নানা আদেশ-উপদেশ রয়েছে৷ কিছু এমন কাজকর্ম আছে যেগুলি এদিন করা উচিত নয় বলে মানা হয়। দেখে নিন, মকর সংক্রান্তির দিন কোন কাজগুলি করা উচিত নয় –

মকর সংক্রান্তির দিন দূরে যাত্রা করা শুভ নয় বলে মনে করা হয়। কোথাও গেলেও নিজের বাড়িতে ফিরে আসা উচিত। কথিত আছে, প্রাচীনকালে এক মুনি নিজের বাড়ি থেকে ওই দিন যাত্রা শুরু করেন এবং তিনি আর কোনও দিন ফিরে আসেননি। তারপর থেকেই এই যাত্রা না করার প্রচলন। প্রাচীন রীতি যতই থাকুক না কেন, আসলে এই দিনটিতে যাতে সকলে মিলে একসঙ্গে আনন্দ করা যায় সম্ভবত সেই কারণেই এই নিয়মটি পালন করা হয়।

মকর সংক্রান্তির দিন সাধারণত সূর্যদেবের পুজো করা হয়। তাঁর আশীর্বাদে আমাদের সকল রকম রোগ ব্যাধি দূর হয়। ঘর-বাড়ি, বিশেষ করে রন্ধন সামগ্রী ও রান্নাঘর অপরিষ্কার রাখা উচিত নয়৷ তাই এই বিশেষ দিনটিতে সকলেই নিজের ঘর-বাড়ি বিশেষ করে রান্নাঘর ও রন্ধন দ্রব্যাদি পরিষ্কার করেন যাতে সমস্ত রকম অপরিশুদ্ধতা দূর হয়। ওই একটি দিন আসলে নিজের ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কার করা হয়৷

এইদিন কাউকে খালি হাতে ফেরানো উচিত নয়৷ মকর সংক্রান্তি আনন্দের সঙ্গে পালন করা হয়। তাই ওই দিন কোনো গরীব, দুঃখী বা ভিক্ষার্থী এলে তাঁকে খালি হাতে ফেরাতে নেই। বিশেষ করে তাঁকে না খাইয়ে ফেরানো উচিত নয়। বিশ্বাস করা হয়, এতে সুখ শান্তি বজায় থাকে এবং বাড়িতে অন্নের অভাব হয় না।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?