স্টাফ রিপোর্টার, বিশালগড়, ১২ জানুয়ারি।। গত পাঁচ দিন ধরে গকুলনগরস্থিত টিএসআর প্রথম বাহিনীর জলের ট্যাংকার খারাপ হয়ে রয়েছে। জলের জন্য হাহাকার লেগে রয়েছে গকুলনগর স্থিত টিএসআর এর ফ্যামিলি কোয়াটারে। কর্তৃপক্ষের পক্ষ থেকে কোন সুরাহা না পেয়ে মঙ্গলবার দুপুরবেলা কোয়ার্টারের মহিলারা একজোট হয়ে খালি কলসি বালটি হাতে নিয়ে কমান্ডেন্ট অমরজিৎ দেববর্মার দ্বারস্থ হন।
ঘটনার খবর পেয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে TSR এর ৩ নং গেইটে থাকা সেন্ট্রি সাংবাদিকদের অভ্যন্তরে যেতে বাধা দান করে। পরবর্তী সময় কোয়াটারের মহিলারা জানান কমান্ডেন্ট অমরজিৎ দেববর্মা ওনার দায়িত্বে কোয়াটারের নয় বলে নিজের দায়িত্ব এড়িয়ে গিয়েছেন। কোয়াটারের মহিলারা আরও জানায় আগামীকালের মধ্যে যদি জল-সরবরাহ করা না হয়, তাহলে তারা রাস্তা অবরোধে বসবেন।