পুণের সেরাম ইনস্টিটিউটের তৈরি এই ভ্যাকসিন কোভিশিল্ড নিয়ে যথেষ্ট আশাবাদী রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। এদিন আগরতলা বিমানবন্দর থেকে পুলিশি প্রহরার মধ্যে দিয়ে এই ভ্যাকসিন নিয়ে যাওয়া হয় নির্দিষ্ট সংরক্ষণ কেন্দ্রে। সেখান থেকেই রাজ্যের প্রতিটি জেলায় ভ্যাকসিন পাঠানো হবে। প্রথম পর্যায়ে ১৬ জানুয়ারি এই রাজ্যেও টিকাকরণ শুরু হবে। রাজ্যের ১৫ টি জায়গায় চলবে টিকাকরণ কর্মসূচি।
মুখ্যমন্ত্রী এদিন আরও জানিয়েছেন, প্রথম পর্যায়ে যাদের টিকা দেওয়া হবে তাদের মধ্যে সাংবাদিকরাও থাকবেন। তবে রাজ্যের করোনা পরিস্থিতি এই মুহূর্তে সম্পূর্ণ নিয়ন্ত্রণে বলে মুখ্যমন্ত্রীর দাবি। মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন, হাসপাতালগুলিতে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমশই কমছে। মৃত্যুহার প্রায় নেই বললেই চলে। তবে রাজ্য সরকার এখনই কোনওরকম গাফিলতি দেখাতে রাজি নয়।
প্রত্যেক মানুষকে অনুরোধ করা হচ্ছে তাঁরা যেন সব ধরনের করোনাবিধি মেনে চলেন। ভ্যাকসিন দেওয়া হলেও ভ্যাকসিনের কার্যকারিতার জন্য আরও কিছুদিন সময় লাগবে। তাছাড়া এই মুহূর্তে একসঙ্গে সকলকে ভ্যাকসিন দেওয়া যাচ্ছে না। তাই প্রত্যেক মানুষকেই করোনাজনিত বিধি-নিষেধ আরও বেশ কিছুদিন মেনে চলতে হবে। মানুষের নিজেদের জীবনের নিরাপত্তার জন্যই এই বিধিনিষেধ মেনে চলতে অনুরোধ করা হচ্ছে।