স্টাফ রিপোর্টার, আগরতলা, ১২ জানুয়ারি।। স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষ্যে মঙ্গলবার ভারতের ছাত্র ফেডারেশন ও ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ডুকলি অঞ্চল কমিটির উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। মেলারমাঠস্থিত ছাত্র-যুব ভবনে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এইদিনের শিবিরে স্বেচ্ছায় রক্তদাতাদের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়। শিবিরে উপস্থিত হয়ে রক্তদাতাদের উৎসাহ প্রদান করেন বিরোধী দলনেতা মানিক সরকার। তিনি জানান স্বামী বিবেকানন্দের জন্মদিনটা খুবই তাৎপর্যপূর্ণ।
ভারতের ছাত্র ফেডারেশন ও ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ডুকলি অঞ্চল কমিটি এই দিনটিকে বছাই করে নিয়েছে স্বেচ্ছায় রক্তদানের কর্মসূচী পালনের জন্য। তাদের এই উদ্যোগের জন্য তাদেরকে ধন্যবাদ জানান বিরোধী দলনেতা মানিক সরকার। পাশাপাশি যারা রক্তদানে এগিয়ে এসেছে তাদের সকলের সুস্বাস্থ্য কামনা করেন তিনি।