স্টাফ রিপোর্টার, আগরতলা, ১২ জানুয়ারি।। পুলিশ সপ্তাহ উদযাপনের অঙ্গ হিসাবে মঙ্গলবার চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। রাজধানীর রবীন্দ্র শত বার্ষিকী ভবনে এই চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। এইদিন প্রদীপ প্রজ্জলন করে এই চিত্র প্রদর্শনীর সুচনা করেন মুখ্যমন্ত্রী জায়া তথা বিশিষ্ট সমাজসেবী নীতি দেব। উপস্থিত ছিলেন রাজ্য পুলিসের মহানির্দেশক ভি.এস যাদব সহ আরক্ষা দপ্তরের অন্যান্য আধিকারিকরা। চিত্র প্রদর্শনীর সুচনা করে মুখ্যমন্ত্রী জায়া নীতি দেব রাজ্য পুলিশের কাজের প্রশংসা করেন। তিনি বলেন সমাজে বিভিন্ন ধরনের মানুষ রয়েছে।
এক জন পুলিশকে সকল ধরনের মানুষের সাথে চলতে হয়। কখনো কখনো মানুষকে বুঝাতে হয়। একজন পুলিশ কর্মীও সমাজের একজন মানুষ। তারও পরিবার রয়েছে। সেও একজন সাধারন মানুষের মতো। কিন্তু তার বাইরে গিয়ে তাকে তার কাজ করতে হয়। পুলিশের কাজ একটা কঠিন কাজ। তাই সকলের প্রতি তিনি আহ্বান জানান পুলিশকে সহযোগিতা করার জন্য। উদ্ধোধনি অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী জায়া নীতি দেব সহ অন্যান্য অতিথিরা চিত্র প্রদর্শনী ঘুরে দেখেন।