স্টাফ রিপোর্টার, আগরতলা, ১২ জানুয়ারি।। ত্রিপুরা রাজ্যের জন্য ৫৬ হাজার ৫০০ কোভিড ভ্যাকসিন প্রদান করা হয়েছে। ১৬ জানুয়ারি আনুষ্ঠানিক ভাবে ভ্যাকসিন প্রদান শুরু হয়ে যাবে। প্রথমে স্বাস্থ্য কর্মীদের এই ভ্যাকসিন প্রদান করা হবে। প্রথম দফায় ১৫২ টি স্থানে এই ভ্যাকসিন প্রদান করা হবে। দ্বিতীয় দফায় ফিল্ড লেভেল ওয়ার্কারদের এই ভ্যাকসিন প্রদান করা হবে। তৃতীয় দফায় সাধারন মানুষদের ভ্যাকসিন প্রদান করা হবে। দ্বিতীয় দফা ও তৃতীয় দফা ভ্যাকসিন প্রদানের জন্য ডাটা সংগ্রহ করা হচ্ছে। তৃতীয় দফায় ২ হাজার ২০০ টি স্থানে ভ্যাকসিন প্রদান করা হবে।
ভ্যাকসিন প্রদান করার জন্য স্বাস্থ্য কর্মীরা প্রস্তুত। রাজ্যের পর্যাপ্ত পরিমাণে ভ্যাকসিন মজুত রাখার ব্যবস্থা রয়েছে। কোনদিন কোন জায়গায় কাকে ভ্যাকসিন প্রদান করা হবে তা ঐ ব্যক্তির মোবাইল নাম্বারে আগাম এস.এম.এসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই সংবাদ জানান জাতীয় স্বাস্থ্য মিশনের রাজ্য অধিকর্তা ডঃ সিদ্ধার্থ শিব জয়সওয়াল।