অনলাইন ডেস্ক, ১২ জানুয়ারি।। আমেরিকা, ব্রিটেন, কানাডা, জার্মানি, নেদারল্যান্ডস, ইজরায়েলে শুরু হয়েছে টিকাকারণ। ১৬ জানুয়ারি ভারতে শুরু হচ্ছে টিকাকারণ। কিন্তু টিকাকরণ হলেও হার্ড ইমিউনিটি তৈরি হবে না। সম্প্রতি এমন আশঙ্কার কথাই শোনাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
এদিন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী সৌম্য স্বামীনাথন বলেন, ভ্যাকসিন বাজারে এলেও এই বছর হার্ড ইমিউনিটি তৈরি হবে না। মানতে হবে করোনাবিধিও। তিনি স্পষ্ট জানিয়ে দেন, ২০২১ সালে জনসংখ্যাগত ভাবে হার্ড ইমিউনিটি তৈরি হবে না। তাই মেনে চলতে হবে কঠোর করোনাবিধি। করোনা আবহে যে শারীরিক দূরত্ব, হাত ধোওয়া, মাস্ক পরা মেনে চলতে হয়েছে, তা আগামী দিনেও মেনে চলার পরামর্শ দিয়েছেন তিনি।
বিজ্ঞানীরা মনে করছেন যে, হার্ড ইমিউনিটি গড়ে তুলে পুরো জনসংখ্যাকে এই রোগ থেকে সুরক্ষিত করতে ৭০ শতাংশ টিকাকরণ করতেই হবে৷ ফলে সংক্রমণ ব্যাপক হারে ছড়িয়ে দিয়ে ‘হার্ড ইমিউনিটি’ বা গোষ্ঠীর মধ্যে রোগ-প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলার যে জল্পনা চলছে, তা অবৈজ্ঞানিক এবং নীতিগত ভাবে ঠিক নয় তা জানিয়ে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)।