বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব ট্রাস্টিজের সদস্যরা গত শুক্রবার এই সিদ্ধান্ত নেন। সিএনএন, এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের মন্তব্য জানার চেষ্টা করেও জানতে পারেনি। ট্রাম্পকে ১৯৮৮ সালে বিশ্ববিদ্যালয়টি এই সম্মাননা ডিগ্রি দেয়।
গত বুধবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে মার্কিন কংগ্রেস ভবন ক্যাপিটলে ট্রাম্পের উগ্র সমর্থকেরা সহিংস হামলা চালান। এতে ৫ জনের মৃত্য হয়েছে। সহিংসতার দুই দিন পর বিশ্ববিদ্যালয়টি এই সিদ্ধান্তের কথা জানায়।
বিশ্ববিদ্যালয়টির প্রেসিডেন্ট জন ডি সাইমন এই সহিংসতার নিন্দা জানিয়ে এক বিবৃতিতে বলেন, ‘এটি আমাদের গণতন্ত্রের ভিত্তির ওপর সহিংস আঘাত। ’
বিশ্ববিদ্যালয়টির সাংবাদিকতা বিভাগের অধ্যাপক জেরেমি লিট্যাও এক টুইট বার্তায় বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্তকে ‘বড় পদক্ষেপ’ হিসেবে বর্ণনা করেন। তিনি লেখেন, ‘পাঁচ বছর ধরে আমাদের শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীদের থেকে চাপের পর, লিহাই বোর্ড অব ট্রাস্টি অবশেষে এ সিদ্ধান্ত নিয়েছে এবং ডোনাল্ড ট্রাম্পের সম্মাননা ডিগ্রি ফিরিয়ে নিয়েছে। ’