অনলাইন ডেস্ক, ১২ জানুয়ারি।। প্রত্যাশামতোই নরেন্দ্র মোদি সরকারের তৈরি তিন কৃষি আইনের উপর স্থগিতাদেশ জারি করল কেন্দ্র। সোমবার তিন কৃষি আইন নিয়ে শুনানির সময় প্রধান বিচারপতি এস এ বোবদের নেতৃত্বাধীন বেঞ্চ কেন্দ্রকে উদ্দেশ্য করে বলেছিল, আপনারা কি এই কৃষি আইনগুলি স্থগিত রাখবেন, না আমরা স্থগিতাদেশ জারি করবো? শীর্ষ আদালতের এই মন্তব্যে এটা স্পষ্ট হয়ে গিয়েছিল যে, নতুন তিন আইনের উপর স্থগিতাদেশ জারি করা সময়ের অপেক্ষা।
প্রত্যাশামতোই এদিন ওই তিন কৃষি আইনের উপর স্থগিতাদেশ জারি করে আদালত। একই সঙ্গে শীর্ষ আদালত তার নির্দেশে জানিয়েছে, কৃষি বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিটি গঠন করা হবে। সেই কমিটি কৃষকদের সঙ্গে কথা বলে এই বিরোধের নিষ্পত্তি করবে। প্রধান বিচারপতি এস এ বোবদে মঙ্গলবার স্পষ্ট জানিয়েছেন, আদালত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিন কৃষি আইন কার্যকর হবে না।
গতদিনের শুনানিতে কেন্দ্র শীর্ষ আদালতকে জানিয়েছিল, তাড়াহুড়ো করে এই কৃষি আইন করা হয়নি। দীর্ঘ দুই দশক ধরে আলোচনার পর এই আইন করা হয়েছে। দেশের কৃষকরা এই আইন নিয়ে খুশি। কারণ এই নতুন আইনে তারা উৎপাদিত ফসল বিক্রি করার আরও সুযোগ বেশি পাবেন। কৃষকদের মধ্যে এই আইন নিয়ে যে ভুল ধারণা আছে তা দূর করা হবে।
প্রধান বিচারপতি এদিন বলেন, এটা জীবন-মরণের প্রশ্ন। আন্দোলনের ফলে বহু কৃষকের জীবন ও সম্পত্তির ক্ষতি হয়েছে। তাদের নিয়ে আমরা উদ্বিগ্ন। তাই আমরা চেষ্টা করছি যাতে সবচেয়ে ভাল ভাবে এই সমস্যার সমাধান করা যায়। সেজন্যই এই তিন কৃষি আইন স্থগিত রাখা হচ্ছে। একই সঙ্গে এই সমস্যা সমাধানের জন্য একটি কমিটি গঠন করা হবে।
অন্যদিকে কেন্দ্রের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে আর্জি জানানো হয়, ২৬ জানুয়ারি কৃষকদের ট্রাক্টর মিছিল বার করার জন্য যেন অনুমতি দেওয়া না হয়। সেই আবেদনের প্রেক্ষিতে আদালত কৃষক সংগঠনগুলিকে নোটিস পাঠিয়েছে।