এদিন প্রধানমন্ত্রী বলেন, প্রথম পর্যায়ে দেশের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও প্রথম সারির করোনা যোদ্ধাদের টিকা দেওয়া হবে। সেই টিকাকরণের যাবতীয় খরচ বহন করবে কেন্দ্র। রাজ্যকে কোনও অর্থ খরচ করতে হবে না। ইতিমধ্যেই দেশে করোনার টিকাকরণের জন্য সেরাম ইনস্টিটিউটের ‘কোভিশিল্ড’ ও ভারত বায়োটেকের ‘কোভ্যাক্সিন’কে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ড্রাগ নিয়ামক সংস্থা।
মোদি এদিন বলেন ভারতে করোনা টিকার দাম সবচেয়ে কম। প্রথম দফায় ৩ কোটি মানুষকে টিকা দেওয়া হবে বলে এদিন জানান প্রধানমন্ত্রী। টিকাকরণ সংক্রান্ত যাবতীয় তথ্য ‘কো-উইন’ অ্যাপে আপডেট করা হবে বলেও জানিয়েছেন নরেন্দ্র মোদি।
অন্যদিকে, সংবাদসংস্থা সূত্রে খবর, সেরাম ইনস্টিটিউটকে করোনা টিকার বরাত দিয়েছে কেন্দ্র। সেরামের ‘কোভিশিল্ড’ তৈরি হয়েছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ফর্মুলায়। ভারতে এই টিকার এক বোতলের দাম পড়বে ২০০ টাকা। মঙ্গলবার থেকেই শুরু হবে সরবরাহ।