প্রথম পর্যায়ের টিকাকরণের খরচ কেন্দ্রের, জানালেন মোদি, সেরামকে বরাত দিল কেন্দ্র

অনলাইন ডেস্ক, ১১ জানুয়ারি।। আগামী ১৬ জানুয়ারি থেকে দেশে শুরু হবে করোনা টিকা করণ। একথা আগেই জানিয়েছিল কেন্দ্র। সোমবার এই টিকাকরণ নিয়ে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানালেন, প্রথম পর্বের টিকাকরণের সব খরচ কেন্দ্রের।

এদিন প্রধানমন্ত্রী বলেন,  প্রথম পর্যায়ে দেশের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও প্রথম সারির করোনা যোদ্ধাদের টিকা দেওয়া হবে। সেই টিকাকরণের যাবতীয় খরচ বহন করবে কেন্দ্র। রাজ্যকে কোনও অর্থ খরচ করতে হবে না। ইতিমধ্যেই দেশে করোনার টিকাকরণের জন্য সেরাম ইনস্টিটিউটের ‘কোভিশিল্ড’ ও ভারত বায়োটেকের ‘কোভ্যাক্সিন’কে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ড্রাগ নিয়ামক সংস্থা।

মোদি এদিন বলেন ভারতে করোনা টিকার দাম সবচেয়ে কম। প্রথম দফায় ৩ কোটি মানুষকে টিকা দেওয়া হবে বলে এদিন জানান প্রধানমন্ত্রী। টিকাকরণ সংক্রান্ত যাবতীয় তথ্য ‘কো-উইন’ অ্যাপে আপডেট করা হবে বলেও জানিয়েছেন নরেন্দ্র মোদি।

অন্যদিকে, সংবাদসংস্থা সূত্রে খবর, সেরাম ইনস্টিটিউটকে করোনা টিকার বরাত দিয়েছে কেন্দ্র। সেরামের ‘কোভিশিল্ড’ তৈরি হয়েছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ফর্মুলায়। ভারতে এই টিকার এক বোতলের দাম পড়বে ২০০ টাকা। মঙ্গলবার থেকেই শুরু হবে সরবরাহ।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?