সরকারি রাস্তার উপর দিয়ে ইটের গাড়ী নিতে হলে ট্যাক্স, চাম্পামুড়ায় উত্তেজনা

স্টাফ রিপোর্টার, বিশালগড়, ১২ জানুয়ারি।। সরকারি রাস্তার উপর দিয়ে ইটের গাড়ী নিতে হলে ২৫০০০ টাকা ট্যাক্স দিতে হবে নতুবা গাড়ি ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হবে। শুধু তাই নয় যারা শ্রমিক কিংবা মালিক সকলের উপর আক্রমন করা হবে। এরূপ হুঁশিয়ারি দিলেন বিশালগড় মহাকুমার চাম্পামুরা এলাকার দুই দুষ্কৃতী।

এরা হলেন তাপস লস্কর এবং  গৌড় চান ঘোষ এরকম অভিযোগ করলেন চাম্পামুরা মজুমদার ব্রিকস ইন্ডাস্ট্রি থেকে ক্রয় করা ইটেৱ মালিক মানিক কুমার দাস। ঘটনার বিবরণে প্রকাশ সূর্যমনি নগর এলাকার মানিক কুমার দাস চাম্পামুরা এলাকার মজুমদার ব্রিকস ইন্ডাস্ট্রি থেকে ১৫০০০ ইট  করে পরবর্তী সময়ে শ্রমিকদের দাঁড়া সেইল ইট গুলি গাড়ি করে আনতে গেলে বাধা দেয় দুই দুষ্কৃতী গৌড় চান ঘোষ এবং তাপস লস্কর। ১৫-২০ জন লোক নিয়ে অভিযোগ সরাসরি হুমকি দিতে থাকে ইটভাটার পরে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তা দিয়ে যদি ইটের গাড়ী নিতে হয় তাহলে তাদেরকে ২৫ হাজার টাকা দিতে হবে।

নতুবা গাড়ি ভেঙ্গে দিবে। এমনকি যারা থাকবে তাদের মারধর করা হবে। পরবর্তী সময়ে শ্রমিকরা সেখানে গাড়ি থেকে ইট নামিয়ে চলে আসে। এদিকে ইন্ডাস্ট্রির মালিক দিলীপ মজুমদার বলেন সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করা হবে। কিন্তু কোন কাজের কাজ হলো না। পরবর্তী সময় যখন পুনরায় সেখান থেকে ইট আনতে যায় সরাসরি গাড়ি আটক করে দুষ্কৃতীরা ২৫ হাজার টাকা দাবি করে পুনরায়। আর তা নিয়ে চরম উত্তেজনা দেখা দেয়।

এখন প্রশ্ন হলো সরকারি রাস্তা দিয়ে ইটের গাড়ী নিতে হলে কেন তাদেরকে ২৫ হাজার টাকা দিতে হবে। পরবর্তী সময়ে মানিক কুমার দাস দুই দুষ্কৃতীর বিরুদ্ধে আমতলী থানায় মামলা করে। যদিও পুলিশের ভূমিকা নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন। জানা যায় গৌড় চান ঘোষ চাম্পামুরা পঞ্চায়েতের উপপ্রধান এবং তাপস লস্কর কমলাসাগর মন্ডল সদস্য।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?