মুখ্যমন্ত্রী বলেন, স্বামী বিবেকানন্দের ছবি দেখলেই আমাদের মনের মধ্যে শক্তি, তেজস্বিতা এবং বিশ্বাসের মনোভাব তৈরী হয়৷ এই মনোভাবই মানুষের মধ্যে আত্মবিশ্বাস তৈরী করে৷ তাই রাজ্যের প্রতিটি ঘরে বিবেকানন্দের ছবি লাগানোর জন্য আহ্বান জানান মুখ্যমন্ত্রী৷ তিনি আরও বলেন, স্বামী বিবেকানন্দ এমন একজন ব্যক্তিত্ব যার জীবনাদর্শ মানুষকে নতুন কিছু শেখায় এবং নতুন কিছু করার শক্তি যোগায়৷ আমরা ভাগ্যবান যে বিবেকানন্দের পূণ্যভূমি ভারতবর্ষে আমরা জন্মগ্রহণ করেছি৷ তিনি বলেন, স্বামী বিবেকানন্দ ভারতের সুুমহান সাংস্কৃতিক ঐতিহ্যকে বিশ্বের কাছে তুলে ধরার জন্য অন্যতম ভূমিকা নিয়েছিলেন৷ মোঘল ও ইংরেজরা দীর্ঘকাল ভারতকে শাসন করলেও ভারতের মহান সংস্ক’তিকে কখনো ধংস করতে পারেনি৷ বর্তমানে দেশের এই ঐতিহ্যবাহী সংস্কৃতির ধারক ও বাহক হিসেবে কাজ করছেন বিবেকানন্দের আদর্শে পরিচালিত ব্যক্তিবর্গ৷
দেশকে একসূত্রে গেঁথে রাখার কাজটি করছে রামকৃষ্ণ মিশন৷মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান রাজ্য সরকার নতুন এক মানসিকতা নিয়ে কাজ করছে৷ ত্রিপুরাকে শ্রেষ্ঠ, সমৃদ্ধিশালী এবং মডেল রাজ্য হিসেবে গড়ে তোলাই বর্তমান রাজ্য সরকারের মূল লক্ষ্য৷ রাজ্যের মানুষের মধ্যে নিষ্ঠা, শুদ্ধ মানসিকতা, বিশ্বাস, সময়ানুবর্তিতা ইত্যাদি গড়ে তোলার উপর গরুত্ব দিয়ে কাজ করছে সরকার৷ মানুষের এই গুণগুলিই একটা সরকারকে সমৃদ্ধি এনে দিতে পারে৷ মুখ্যমন্ত্রী বলেন, আগামী ১ বছরের মধ্যে লাইট হাউস প্রকল্পে আখাউড়ায় গরিব অংশের মানুষের জন্য ১ হাজার ফ্ল্যাট নির্মাণ করা হবে৷ বর্তমান রাজ্য সরকার রাজ্যে আই টি হাব, লজিস্টিক হাব, সাবমে বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপন এবং অত্যাধুনিক ইন্টিগ্রেটেড চেকপোস্ট স্থাপন করার উদ্যোগ নিয়েছে৷ এই সবগুলিই হবে মডেল ত্রিপুরা গড়ার অন্যতম উদাহরণ৷
সরকার রাজ্যের মানুষের কল্যাণে যে সমস্ত কাজ হাতে নিয়েছে তা অনুধাবন করে সরকারের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য রাজ্যের সকল অংশের জনগণের প্রতি মুখ্যমন্ত্রী আহ্বান জানান৷অনুষ্ঠানে স্বাগত ভাষণে ধলেশ্বরস্থিত রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী ইন্দ্রত্মানন্দ মহারাজ বলেন, স্বামী বিবেকানন্দ ভারতবর্ষের সনাতন ধর্মের পতাকাকে বিশ্বের দরবারে তুলে ধরেছিলেন৷ এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিবেকনগরস্থিত রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী শুভকরানন্দ মহারাজ, পুলিশ অ্যাকাউন্টেবিলিটি কমিশনের চেয়ারম্যান বিচারপতি এস সি দাস, আগরতলা পুর নিগমের কমিশনার ডাঃ সিদ্ধার্থ শিব জয়সবাল এবং রাজ্য ভিত্তিক সাংস্ক’তিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুুভাষ দেব৷
মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আজ সকালে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সম্মখে স্বামী বিবেকানন্দ জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত আরও একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন৷ সেখানে তিনি সুুদৃশ্য এক বাইক র্যালীর সূচনা করেন৷ অনুষ্ঠানে তিনি স্বামী বিবেকানন্দের আদর্শকে পাথেয় করে নতুন ত্রিপুরা গড়ার জন্য রাজ্যের যুব সম্পদায়ের প্রতি আহ্বান জানান৷ এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান টিংকু রায় এবং বিশিষ্ট সমাজসেবী অলক ভট্টাচার্য্য