ঘরোয়া পদ্ধতিতে মেদ ঝরানোর উপায় জানালেন সোনাক্ষী

অনলাইন ডেস্ক, ১১ জানুয়ারি।। জিমে গিয়ে মেদ ঝরানোর চেয়ে ঘরোয়া পদ্ধতি বেশি পছন্দ সোনাক্ষী সিনহার। সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছেন এ বলিউড তারকা। সেখানে ‘স্কিপিং রোপ’ বা দড়ি লাফ দিয়ে বডি স্ট্রেচ করতে দেখা যায় তাকে। এরপর লাফাতে শুরু করেন।

ওয়ার্ক আউট সেকশনের সময় কালো টাইটসের সঙ্গে কালো টপস, পায়ে জিম শু পরে দেখা যায় অভিনেত্রীকে। ক্যাপশনে লেখেন, ‘জিম নেই, সমস্যা নেই! লাফানো ছেড়ো না। ’

প্রতিদিন একটু সময় নিয়ে নিয়ম করে দড়ি লাফ বা স্কিপিং নিয়ে ঘাম ঝরালেই শরীরে বাড়তি মেদের ভার লাঘব হবে অনেকটাই। দড়ি দু-হাতে নিয়ে এমনভাবে লাফান, যাতে দড়িটি দু-পায়ের তলা দিয়ে গিয়ে মাথার ওপর দিয়ে ঘুরে আসে।

একটানা ৩৫ মিনিট হাঁটা বা বিশ্রাম নিয়ে জগিং বা দৌড়নোয় যতটা মেদ ঝরে তার চেয়েও বেশি মেদ ঝড়ে মিনিট পনেরোর লাফানোয়।

এ পদ্ধতি শরীরের মেদ ঝড়াতে সাহায্য করে। সারা শরীরের ব্যায়াম হয় লাফ দড়িতে। দেহের কার্যক্ষমতা বাড়িয়ে তোলে। শারীরিক গঠন আরও সুন্দর করে তুলতে সহায়ক।

স্কিপিং করলে দুশ্চিন্তা কমে, সেই সঙ্গে অবসাদও দূর হয় মন থেকে। আর পরিশ্রম করলে রাতে ঘুম ভালো হয়। স্ট্রোক বা অন্যান্য হৃদরোগের ঝুঁকি হ্রাস করে। হাড়ের ঘনত্ব বাড়িয়ে তুলতে সহায়ক এ পদ্ধতি।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?