জন্মদিনে হৃতিক টুইটারে একটি ভিডিও পোস্ট করে লেখেন, “ফাইটার হিসেবে মারফ্লিক্স ভিশনের একটি ঝলক তুলে ধরছি। ব্যতিক্রমী দীপিকা পাড়ুকোনের সঙ্গে আমার প্রথম লড়াইয়ের জন্য মুখিয়ে আছি। সবাই সিদ্ধার্থ আনন্দের এই জয়রাইডে চড়ার জন্য তৈরি। ”
অন্যদিকে নায়কের এ ঘোষণার পরই প্রতিক্রিয়া জানিয়ে দীপিকা লেখেন, “স্বপ্ন প্রকৃতই সত্যি হতে চলেছে। ”এই ছবি মুক্তি পাওয়ার কথা ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর।
এ দিকে ‘ফাইটার’ সম্পর্কে নির্মাতা সিদ্ধার্থ আনন্দ বলেন, “দুজন ফেভারিট স্টারকে একসঙ্গে আনতে পারাটা নিঃসন্দেহে আমার জীবনের একটা বড় উত্তেজনার মুহূর্ত। ভারতে অ্যাকশন ফিল্ম তৈরির জন্য একনিষ্ঠ প্রোডাকশন হাউস মারফ্লিক্সের সঙ্গে এই যাত্রা শুরুর করতে পেরে দারুণ লাগছে। ”
সর্বশেষ ২০১৯ সালে সিদ্ধার্থ আনন্দের ‘ওয়ার’-এ দেখা গেছে হৃতিককে। এরপর দীর্ঘ সময় পেরিয়ে এই ফিল্মের ঘোষণা।
অপরদিকে, পরপর শুটিং-এ ব্যস্ত দীপিকা পাড়ুকোন। বর্তমানে শকুন বাত্রার পরিচালনায় অভিনয় করছেন নাম ঠিক না হওয়া ছবি। হাতে আছে ‘পাঠান’, বিপরীতে আছেন শাহরুখ খান। এ ছবির পরিচালকও সিদ্ধার্থ আনন্দ।