করোনা পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আত্মনির্ভর ভারত গঠনের ডাক দিয়েছিলেন। আত্মনির্ভর ভারত গঠন প্রকল্পে সেরাম ইন্সটিটিউট অফ ইন্ডিয়া এবং ভারত বায়ো্টেক ইতিমধ্যেই করোনার ভ্যাকসিন তৈরি করেছে। এই দুই সংস্থার ভ্যাকসিন কয়েক দিন আগেই ছাড়পত্র পেয়েছে,। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও জানিয়েছেন, বিভিন্ন দেশকে ভ্যাকসিন সরবরাহ করতে আগ্রহী ভারত। বর্তমানে ভারত বিভিন্ন দেশকে মাস্ক, পিপিই কিট, ভেন্টিলেটর প্রভৃতি সরবরাহ করে থাকে।
জানা গিয়েছে নেপাল, ভুটান, মায়ানমার, আফগানিস্তান , শ্রীলঙ্কা,বাংলাদেশ-সহ সব প্রতিবেশী দেশ ইতিমধ্যে ভারত থেকে ভ্যাকসিন কিনতে আগ্রহ প্রকাশ করেছে। তবে কেন্দ্র জানিয়েছে, প্রতিষধক পাওয়ার ক্ষেত্রে প্রাচ্যের দেশের থেকে প্রতিবেশী দেশই বেশি প্রাধান্য পাবে। নেপাল ভারতের কাছে ১ কোটি ২০ লক্ষ ডোজের অনুরোধ করেছে।
প্রতিষেধক চুক্তি হবে চলতি সপ্তাহে। অন্যদিকে ভুটান চেয়েছে ১০ লক্ষ ডোজ। অন্যদিকে সেরাম ইনস্টিটিউটের সঙ্গে একটি মউ স্বাক্ষর করে বাংলাদেশের বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। জাপান, দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া, ফিলিপিন্স, ভিয়েতনাম, সিঙ্গাপুর, তাইল্যান্ডও ভারতে তৈরি প্রতিষেধক কিনতে আগ্রহ প্রকাশ করেছে।