খবর পেয়ে সকাল সাতটার দিকে দমকল বাহিনীর সদস্যরা এসে আগুন নেভান। কালিয়াকৈর থানার আধিকারিক রাজীব চক্রবর্তী জানিয়েছেন, এই ঘটনায় নিহত ব্যক্তিদের মামলা করতে চাইলে মামলা নেওয়া হবে। দেহগুলো ময়নাতদন্ত শেষে নিজের গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে।
উল্লেখ্য, একের পর এক অগ্নিকাণ্ড ঘটলেও নির্বিকার প্রশাসন। প্রতিবারই তদন্তের আশ্বাস দেওয়া হয়। তবে তাতে তেমন কোনও ফল মেলে না। বিশেষ করে ঘিঞ্জি এলাকাগুলিতে অগ্নিনির্বাপণ ব্যবস্থা আজও অত্যন্ত শোচনীয়। ফলে ফের এমন ঘটনা ঘটতে পারে বলেই আশঙ্কা করছেন অনেকেই।