স্টাফ রিপোর্টার, কমলপুর, ১২ জানুয়ারি।। রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা প্রকল্পে মঙ্গলবার কমলপুর দূর্গাচৌমুহনী কৃষি মহকুমা কার্যালয়ের পক্ষ থেকে দূর্গাচৌমুহনি ব্লক এলাকার বিভিন্ন গ্রাম পঞ্চায়েত থেকে ৩০জন কৃষকদের মধ্যে বিনামূল্যে বৈদ্যুতিক কৃষি যন্ত্রপাতি বিতরণ করেন। দূর্গা চৌমুহনী কৃষি মহকুমা কার্যালয়ে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে বিতরণ করা হয় মেশিনগুলি। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়া ও খাদ্য দপ্তরের মন্ত্রী শ্রী মনোজ কান্তি দেব মহাশয়,মহকুমা কৃষি আধিকারিক রঞ্জিত কুমার দাস, দূর্গা চৌমুহনির চেয়ারপার্সন শম্পা দাস, পিন্টু শর্মা সহ অনেকেই।
জানা গেছে ১৫লক্ষ ৬০ হাজার টাকা ব্যয় করে কৃষকদের এই মেশিনগুলি দেওয়া হয়েছে। মন্ত্রী মনোজ কান্তি দেব বলেন, রাজ্য সরকার ক্ষমতায় আসার পর শিক্ষা, স্বাস্থ্য, কৃষিতে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। দেশের কৃষকরা যাতে কৃষি কাজে মনোযোগী হয়ে ভালো ফসল তৈরী করে লাভের মুখ দেখতে পারেন তার জন্য বিভিন্ন প্রকল্প চালু করা হয়েছে। আর সেই প্রকল্পে সুযোগ সুবিধা ভোগ করছে দেশের কৃষকরা ।