ছাত্র ভরতি নিয়ে জটিলতা, উদয়পুর কলেজে এবিভিপির আন্দোলন

স্টাফ রিপোর্টার ,উদয়পুর, ১১ই জানুয়ারি।। ২০২০-২০২১শিক্ষা বর্ষে স্নাতক ও সাম্মানিক স্নাতক স্তরে ভর্তি নিয়ে শিক্ষার্থী থেকে অভিভাবক মহল উৎকন্ঠা ও আতঙ্কগ্রস্ত । প্রথম বর্ষের প্রায় সাত মাস অতিক্রান্ত হলেও রাজ্যের প্রায় প্রতিটি মহকুমাতে অনেক শিক্ষার্থী ও অভিভাবকরা এখনো ভর্তি নিয়ে উদ্বিগ্ন । অনেক শিক্ষার্থীকে তাদের অভিভাবকরা এখনো স্থানীয় নিজস্ব মহাবিদ্যালয়ে ভর্তি করার সুযোগ পাননি ।

এই অবস্থা থেকে উত্তরণের জন্য আজ উদয়পুর নেতাজী সুভাষ মহাবিদ্যালয় নতুন বর্ষের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ছাত্রছাত্রীদের ভর্তি প্রক্রিয়া নিয়ে এবিভিপি ছাত্র সংগঠন সহ অন্যান্য ছাত্র-ছাত্রীরা আন্দোলন করে। আন্দোলনকারী শিক্ষার্থীরা আজ মহাবিদ্যালয় এর মূল ফটকের সামনে প্রথমে বর্ষে দ্বাদশ উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তির দাবিতে জড়ো হয়। মহাবিদ্যালয়ে সিংহ দুয়ার বন্ধ করে দেওয়া হয় বিকাল ৪টা পর্যন্ত ।

আন্দোলনকারীদের দাবি যে সকল ছাত্র ছাত্রীরা মহাবিদ্যালয় এখনো ভর্তি হতে পারেনি তাদের ভর্তির ব্যবস্থা করতে হবে । যে সকল শিক্ষার্থী স্থানীয় মহাবিদ্যালয়ের অন্তর্গত রয়েছেন এবং অর্থনৈতিক ভাবে দুর্বল তাদের স্ব স্ব এলাকার মহাবিদ্যালয়ে পড়াশোনার সুযোগের জন্য অবিলম্বে ভর্তির ব্যবস্থা করতে হবে ।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?