এর আগে গত ২১ ডিসেম্বর ডেলাওয়ারের নিউইয়র্কে ক্রিস্টিনা হাসপাতালে তার প্রথম ডোজ টিকা নেওয়ার সময় ৭৮ বছর বয়সী বাইডেন মার্কিন নাগরিকদের বলেন, এ ব্যাপারে ভয় পাওয়ার কিছু নেই।
তার টিম জানায়, দ্বিতীয় টিকাও তিনি টিভি ক্যামেরার সামনে নেবেন। তবে এ ব্যাপারে বিস্তারিত আর কিছু জানানো হয়নি।
আমেরিকায় মহামারি করোনাভাইরাসে এ পর্যন্ত ৩ লাখ ৮৩ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে। আক্রান্ত হয়েছেন ২ কোটি ২৯ লাখের বেশি মার্কিনী।
যুক্তরাষ্ট্রে টিকাদান কর্মসূচি শুরুর পর এ পর্যন্ত ৬৭ লাখ মার্কিন নাগরিক তাদের প্রথম ডোজ টিকা নিয়েছেন। দেশব্যাপী ২ কোটি ২১ লাখ ডোজ টিকা বিতরণ করা হয়েছে।