ভারতের বিপক্ষে চলমান টেস্টের তৃতীয় দিন ছিল সেদিন। ভারতের প্রথম ইনিংসে তখন ১৩ রানে ব্যাট করছিলেন পূজারা। এ সময় তার একটি এলবিডব্লিউয়ের আবেদনে অন ফিল্ড আম্পায়ার নট আউট দেন। সাথে সাথেই ডিআরএসের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ান অধিনায়ক পেইন।
বল ব্যাটে লেগে প্যাডে লেগেছে, এ রকম কোনো স্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি। তবুও তৃতীয় আম্পায়ার মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত বহাল রাখেন। এরপরই মেজাজ হারান পেইন। সরাসরি অন ফিল্ড আম্পায়ারকে গিয়ে প্রশ্ন করেন, কেন এটা আউট হল না?
আম্পায়ার উইলসনের জবাব ছিল, ‘এটা চতুর্থ আম্পায়ারের সিদ্ধান্ত। আমি কিছু বলতে পারব না। ‘জবাবে সন্তুষ্ট না হয়ে অশ্লীল শব্দ প্রয়োগ করেন পেইন। তা স্টাম্পের মাইকে স্পষ্ট শোনা যায়।
পরে আইসিসির কোড অব কন্ডাক্ট-এর আর্টিকেল ২.৮ ভঙ্গ করার অভিযোগ আনা হয় পেইনের বিরুদ্ধে। পেইন অভিযোগ মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
ম্যাচ রেফারি ডেভিড বুন তাকে জরিমানা ও ডিমেরিট পয়েন্টের শাস্তি দেন। ২৪ মাসে এটা অস্ট্রেলিয়া অধিনায়কের প্রথম বিধি লঙ্ঘন।
এ ধরনের বিধি ভঙ্গের ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি- ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা, সঙ্গে একটি বা দুটি ডিমেরিট পয়েন্ট। পেইন ন্যূনতম শাস্তিই পেয়েছেন।