অনলাইন ডেস্ক, ১২ জানুয়ারি।। যৌন সঙ্গমের রেকর্ড গড়েছিলেন তুরস্ক টেলিভিশনের অতি জনপ্রিয় মুখ আদনান ওকটার। দেশে আদনান একজন ধর্মীয় নেতা হিসেবে পরিচিত। কিন্তু যৌন অপরাধের কারণে এই ধর্মীয় নেতাকে ১০৭৫ বছরের কারাদণ্ড দেওয়া হল। টেলিভিশনের পর্দায় নিয়মিতই আদনানকে দেখা যেত। বিভিন্ন বিষয়ে অতি রক্ষণশীল মতামত দিতেন এই ধর্মীয় নেতা।
আদনান যখন তাঁর মতামত দিতেন সেসময় স্টুডিওয় তাঁকে ঘিরে থাকত স্বল্পবাসী সুন্দরী নারীদের উপস্থিতি। বিষয়টি নিয়ে সেদেশেও বিতর্কও তৈরি হয়েছিল। শুধু তাই নয়, প্রকাশ্য অনুষ্ঠানে তিনি নারীদের কিটেন বা বিড়ালছানা বলেও সম্বোধন করেছিলেন। এই ধর্মীয় নেতার অপরাধের তালিকাটি বেশ চোখে পড়ার মতো। ওকটারের বিরুদ্ধে যৌন হেনস্থার, নাবালকদের উপর নির্মম যৌন অত্যাচার, জালিয়াতিসহ একাধিক মামলা রয়েছে।
আদালতে এই ধর্মীয় নেতা স্বীকার করেন, তাঁর বান্ধবীর সংখ্যা এক হাজারের বেশি। যৌনসঙ্গমে তিনি অতি সক্রিয়। যৌন সঙ্গমের ক্ষেত্রে তিনি রেকর্ড করেছেন বলেও দাবি করেন আদালতে। ওকটারের বিরুদ্ধে এক মহিলা আদালতে অভিযোগ করেন, এই ধর্মীয় নেতা তাঁকে নিয়মিত যৌন অত্যাচার করেছে। শুধু জোর করে ধর্ষণ করাই নয়, ধর্ষণের পর গর্ভনিরোধক ওষুধ খেতে বাধ্য করা হত।
তল্লাশি চালিয়ে পুলিশ ওকটারের বাড়ি থেকে ৭০০০০ গর্ভনিরোধক ট্যাবলেট উদ্ধার করে। ২০১৮-র জুন মাসে ৬৪ বছরের এই ধর্মীয় নেতাকে গ্রেফতার করেছিল ইস্তানবুল পুলিশ। আদালত বিচারের পর এই ধর্মীয় নেতাকে ১০৭৫ বছরের কারাদণ্ডের নির্দেশ দেয়।