কষ্টের টাকা সুরক্ষিত রাখতে কী করবেন? জানাচ্ছে এসবিআই

অনলাইন ডেস্ক, ১১ জানুয়ারি।। নিজের ডেবিট কার্ড সযত্নে নিজের পকেটে। অথচ তার হুবহু নকল বানিয়েই টাকা তুলে চম্পট দিয়েছে প্রতারণাকারীরা! এমন খবর আকছার কানে আসে এখন। কখনও ডেবিট কার্ড জালিয়াতিতে টাকা তুলে নেওয়া। কখনও ঢুকে পড়া ক্রেডিট কার্ডের সিঁধ কেটে। আর নেট ব্যাঙ্কিংয়ে তো কথাই নেই। বাড়ি বসে যাবতীয় লেনদেন সেরে ফেলার সুযোগ যেমন সেখানে আছে, তেমনই ওত পেতে আছে হ্যাকার হানার ভয়ও।

এই পরিস্থিতিতে দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সতর্ক করল গ্রাহকদের। ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, যদি আপনি এটিএম কার্ড ব্যবহার করেন তাহলে অবশ্যই এই ৯টি বিষয়ে জেনে রাখুন। না হলে বড়সড় লোকসানের মুখে পড়তে হতে পারে আপনাকে।

সম্প্রতি ট্যুইট করে গ্রাহকদের সিকিউরিটি টিপস দিয়েছে স্টেট ব্যাঙ্ক৷ কী কী বিষয়ে খেয়াল রাখতে হবে দেখে নিন এক ঝলকে…

১) এটিএমে ঢোকার আগে দেখুন, কেউ পিছু নিচ্ছে কি না। টাকা তোলার সময়ে কেউ ‘পিন-প্যাড’-এর দিকে তাকিয়ে নেই তো?

২) আপনার এটিএম কার্ডের পিন নম্বর কারোর সঙ্গে শেয়ার করবেন না পিন নম্বর কার্ডে ভুলেও লিখবেন না।

৩) যে সমস্ত মেসেজ আপনার থেকে কার্ড নম্বর বা পিন নম্বর চেয়ে থাকে সেই সমস্ত মেসেজে ভুলেও রিপ্লাই দেবেন না।

৪) আপনার লেনদেনের রসিদ সাবধানে রাখুন বা ভাল করে ছিঁড়ে ফেলে দিন।

৫) টাকা তোলার আগে সংশ্লিষ্ট এটিএমের স্পাই ক্যামেরা অবশ্যই চেক করে নিন।

৬) এটিএম বা পিওএস মেশিন ব্যবহারের সময় কিপ্যাড চেক করে নেবেন।

৭) ফোন নম্বর যেন অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত থাকে তাহেল ট্রানজাকশন অ্যালার্ট আসতে থাকবে।

৮) অপরিচিত ব্যক্তিকে কার্ডের নম্বর কিংবা তথ্য নয়। কাউকে তা জানাতে এড়িয়ে চলুন মেল, এসএমএস-ও।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?