জানা গিয়েছে, খুব শীঘ্রই জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে রাষ্ট্রসংঘের আন্তর্জাতিক বিপর্যয় উদ্ধারকারী অভিযানের অংশ করা হতে চলেছে। চলতি বছরেই এই বিশেষ সম্মান মিলবে বলে জানা গিয়েছে। সুইজারল্যান্ডে ‘ইনসার্গের’ সদর দফতরে ভারতের জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে এই সম্মান দেওয়া হবে। রাষ্ট্রসঙ্ঘের ছাতার তলায় বিশ্বের ৯০টি দেশের সংগঠন যুক্ত। যে কোনও প্রাকৃতিক দুর্যোগে বিভিন্ন দেশে উদ্ধারের কাজে পাঠানো হয় এই সংগঠনের সদস্যদের।
এনডিআরএফের ডিজি এসএন প্রধান জানিয়েছেন, রাষ্ট্রসঙ্ঘের এই ইনসার্গ সংগঠন সমস্ত দেশে উদ্ধার কাজের মান নির্ধারণ করে। আশা করছি, এবার আমরা সেই স্বীকৃতি পাব। এই স্বীকৃতি মিললে ভবিষ্যতে বিশ্বের কোনও দেশে বিপর্যয় ঘটলে রাষ্ট্রসঙ্ঘ ডাকলে এনডিআরএফকে সেখানে ছুটে যেতে হবে। নামতে হবে উদ্ধারকাজে।
উল্লেখ্য, এর আগে দ্বিপাক্ষিক সম্পর্কের কারণে নেপাল ও জাপানে উদ্ধার কাজে হাত মিলিয়েছিল জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। ভারতের আগেই অবশ্য চিন ও পাকিস্তানের জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী রাষ্ট্রসঙ্ঘের স্বীকৃতি পেয়েছে। উল্লেখ্য, ২০০৬ সালে এনডিআরএফ গঠিত হয়েছিল। বর্তমানে এনডিআরএফের সদস্য সংখ্যা ১৫ হাজার।