স্টাফ রিপোর্টার, আগরতলা, ১১ জানুয়ারি।। ’আমাদের ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা’ এই মূল ভাবনাকে সামনে রেখে আগামী ২৬ ফেবয়ারি থেকে ৩৯তম আগরতলা বইমেলা হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে শুরু হবে৷ আজ রবীন্দ্র শতবার্ষিকী ভবনের ২নং হলে আগরতলা বইমেলা পরিচালন কমিটির প্রথম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়৷
সভায় আগরতলা বইমেলার পরিচালন কমিটির চেয়ারম্যান উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা বলেন, আগরতলা বইমেলা রাজ্যের এক ঐতিহ্য, একে সবসময়ই সরকার এগিয়ে নিয়ে যেতে চায়৷ কোভিড-১৯ জনিত পরিস্থিতিতেও সরকার চায় আগরতলা বইমেলা অনুষ্ঠিত হোক৷
এবারের আগরতলা বইমেলা কোভিড-১৯ জনিত সকল সরকারি বিধি নিষেধ মেনে আয়োজন করা হবে৷ প্রত্যেকটি স্টলে রাখতে হবে পর্যাপ্ত পরিমাণে স্যানিটাইজার, ব্যবহার করতে হবে মাস্ক, মানতে হবে সামাজিক দূরত্ব৷ সভায় উপমুখ্যমন্ত্রী আরও বলেন, বইয়ের প্রচার ও প্রসারে সরকার সদা সচেষ্ট৷ এবারের বইমেলাতে বই বিক্রেতাদের রেজিস্ট্রেশন ফি নেওয়া হবে না৷
তাছাড়া সভায় উত্থাপিত দাবি অনুযায়ী স্টল ফি ও বিদ্যৎ মাশুলও যাতে বই বিক্রেতাদের কাছ থেকে নেওয়া না হয়, তারজন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও তিনি আশ্বাস দেন৷ সভায় আলোচনা করতে গিয়ে আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক প্রণব সরকার বইমেলার যাত্রী যাতায়াতের জন্য বিনামূল্যে টি আর টি সি বাস সার্ভিসের সংখ্যা বাড়ানো সহ বই প্রকাশকদের বিভিন্ন দাবি বিবেচনা করার জন্য বইমেলা পরিচালন কমিটির কাছে অনুরোধ জানান৷
তাছাড়াও সভায় আলোচনায় অংশ নেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি সুুবল কুমার দে, তথ্য ও সংস্কৃতি দপ্তরের বিশেষ সচিব অভিষেক চন্দ্রা, আগরতলায় বাংলাদেশ সহকারি হাই কমিশনের প্রথম সচিব, তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস, ত্রিপুরা পাবলিশার্স গিল্ডের সম্পাদক শুভবত দেব, দ্য অল ত্রিপুরা পাবলিশার্স এণ্ড বুক সেলার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক উত্তম চক্রবর্তী প্রমুখ৷
সভায় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্য উচ্চশিক্ষা পরিষদের চেয়ারম্যান ড. অরুণোদয় সাহা, এম বি বি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সত্যদেও পোদ্দার, রাজ্যভিত্তিক সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুুভাষ দেব সহ বিভিন্ন দপ্তর, সামাজিক সংস্থার প্রতিনিধিগণ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ৷