সাথে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ সহ অন্যান্যরা। এইদিনের অনুষ্ঠানে কলেজের বর্তমান ও প্রাক্তন ছাত্র-ছাত্রিদের উপস্থিতি ছিল লক্ষ্যনিয়। কলেজের বর্তমান ও প্রাক্তন ছাত্র-ছাত্রিরা বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। মুখ্যমন্ত্রী জায়া তথা পূর্বোদয়া সামাজিক সংস্থার সম্পাদিকা নীতি দেব বলেন যার নামে এই মিউজিক কলেজের নাম করন করা হয়েছে, তিনি ত্রিপুরাকে আন্তর্জাতিক স্তরে প্রতিষ্ঠিত করেছেন।
ত্রিপুরা রাজ্যে বহু প্রতিভা রয়েছে, সেই প্রতিভার যেন বিলুপ্তি না ঘটে তার জন্য সকলকে প্রচেষ্টা করতে হবে। ডাক্তার ইঞ্জিনিয়ার একটা পৃথক ক্ষেত্র। কিন্তু নাচ গান ইত্যাদি দেবি স্বরস্বতীর দান। তা পয়সা দিয়ে ক্রয় করা যায় না। কলা ক্ষেত্রে ত্রিপুরা যেন আগের ন্যায় শীর্ষ স্থানে পৌছাতে পারে তার জন্য তিনি সকল অভিভাবকদের প্রতি আহ্বান জানান তাদের সন্তানকে কলা ক্ষেত্রের সাথে যুক্ত করার জন্য।