অনলাইন ডেস্ক, ১১ জানুয়ারি।। চার রাজ্য ও এক কেন্দ্রশাসিত অঞ্চলে অ্যাডভাইসারি জারি করল নির্বাচন কমিশন। যে চার রাজ্যে ও কেন্দ্রশাসিত অঞ্চলে অ্যাডভাইসারি জারি করা হয়েছে সেগুলি হল পশ্চিমবঙ্গ, অসম, কেরল, তামিলনাড়ু এবং পুদুচেরী।
নির্বাচন কমিশন তার নির্দেশে জানিয়েছে, যেসব আধিকারিকদের বিরুদ্ধে গত নির্বাচনে কর্তব্যে গাফিলতির অভিযোগ রয়েছে, যাঁদের বিরুদ্ধে মামলা এখনও চলছে, যাঁদের বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে, তাঁদের এবারের ভোটে কোনও কাজে লাগানো যাবে না। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট করার জন্য এই সিদ্ধান্তের কথা বলে কমিশন জানিয়েছে। কমিশন আরও নির্দেশ দিয়েছে, অবাধ ও সুষ্ঠ ভোট করার জন্য কোনও আধিকারিক বা কর্মীকে তাঁর নিজের এলাকায় কাজে লাগানো যাবে না।
২০২০-র ডিসেম্বরে প্রথম অ্যাডভাইজারি জারি করেছিল নির্বাচন কমিশন। সেখানে বলা হয়েছিল, যারা ছ’মাস কাজে যোগ দিয়েছেন, তাঁদের ভোটের কাজে লাগানোর প্রয়োজন নেই। ওই পাঁচ রাজ্যের বিধানসভার ভোট হবে চলতি বছরের এপ্রিল থেকে জুন মাসের মধ্যে।
কারণ ওই সব রাজ্যের বিধানসভার মেয়াদ শেষ হতে বেশি দেরি নেই। মনে করা হচ্ছে, মে মাসের মধ্যেই ওই চার রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের ভোট সেরে নিতে চাইছে কমিশন। তবে ওই চার রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটদানের দিন আলাদা আলাদা হতে পারে।
নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে, কমিশনের অফিসে কর্মী এবং আধিকারিক মিলিয়ে ১০০ শতাংশ উপস্থিতি থাকতে হবে। এখনও উপস্থিতির হার ৩৩ থেকে ৫০ শতাংশ। কিন্তু এবার সবাইকেই আসতে হবে।
আবাধ ও নিরপেক্ষ নির্বাচনের কথা মাথায় রেখেই এই সব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছ্ন, হোম কোয়ারেন্টাইন, হোম আইসোলেশন এবং কনটেইনমেন্ট জোনে থাকা কর্মী-আধিকারিকেরা বাড়ি থেকে কাজ করতে পারবেন।