কেন্দ্রীয় সরকার পূর্বোত্তরের উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়েছে : রামদাস

স্টাফ রিপোর্টার, আগরতলা, ১১ জানুয়ারি।।
ত্রিপুরায় নৃশংসতার ঘটনা প্রায় নেই৷ গত পাঁচ বছরে এই রাজ্যে নৃশংসতার পাঁচটি ঘটনা ঘটেছে৷ এরমধ্যে ২০১৭ সালে চারটি এবং পরের বছর একটি ঘটনা ঘটেছে৷ এই রাজ্যে শান্তি ও সম্পীতির পরিবেশ রয়েছে৷ রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতিও খুব ভালো৷ রাজ্য সরকার খুব ভাল কাজ করছে৷

আজ রাজ্য অতিথিশালায় আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে একথা বলেন সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী রামদাস আঠাওয়ালে৷ দুইদিনের সফরে তিনি আজ রাজ্যে এসেছেন৷
সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশেই তিনি ত্রিপুরায় এসেছেন৷

বর্তমান কেন্দ্রীয় সরকার উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়েছে৷ এই অ’লে তপশিলী জাতি, জনজাতি, অন্যান্য পশ্চাদপদ অংশের মানুষ বেশি৷ সামাজিক ন্যায় মন্ত্রকের বিভিন্ন প্রকল্পের সুুযোগ সুুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছাচ্ছে কিনা তা দেখতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন৷

তিনি জানান, তার মন্ত্রণালয় তপশিলী জাতি, ওবিসি, দিব্যাঙ্গন, বৃদ্ধ ও অনাথ মানুষের শিক্ষা, আর্থিক সামাজিক উন্নতির জন্য কাজ করছে৷ সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় সামাজিক ন্যায় প্রতিমন্ত্রী জানান, কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে আগামী পাঁচ বছরে এই মন্ত্রণালয়ের মাধ্যমে প্রায় চার কোটি ছাত্রছাত্রীকে প্রি মেট্রিক ও পোস্ট মেট্রিক স্কলারশীপ দেওয়া হবে৷

তিনি জানান, গত ছয় বছরে সারা দেশে প্রায় ১৭ লক্ষ দিব্যাঙ্গজনকে বিভিন্ন সহায়সামগ্রী দেওয়া হয়েছে৷ এরমধ্যে রয়েছে হুইল চেয়ার, শ্রবণযন্ত্র, কম্পিউটার, ওয়াকিং স্টিক৷ ত্রিপুরাতেও দিব্যাঙ্গজনদের এ সমস্ত সুুযোগ সুুবিধা দেওয়া হচ্ছে৷

তথ্য দিয়ে তিনি জানান, গত আর্থিক বছরে রাজ্যে ১,৩৮২ জনকে, চলতি আর্থিক বছরে ১,৮১০ জন দিব্যাঙ্গজনকে সহায়সামগ্রী দেওয়া হয়েছে৷ তথ্য দিয়ে তিনি জানান, প্রধানমন্ত্রী জনধন যোজনায় ত্রিপুরায় ৮ লক্ষ ৯৭ হাজার মানুষ ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলেছেন৷ তাতে ৫৩৫ কোটি টাকা জমা পড়েছে৷

প্রধানমন্ত্রী উজ্জলা যোজনায় ত্রিপুরায় ২ লক্ষ ৬৭ হাজার পরিবার রান্নার গ্যাসের সংযোগ পেয়েছেন৷ প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর পেয়েছেন ৬১ হাজার ৫০০ পরিবার৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?