স্টাফ রিপোর্টার, আগরতলা, ১১ জানুয়ারি।। সোমবার আগরতলা প্রেসক্লাবে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে স্বদেশী জাগরণ মঞ্চের আত্মপ্রকাশ হয়। মূল লক্ষ্য হলো আত্ননির্ভর ভারত – আত্মনির্ভর ত্রিপুরা। আর আত্ননির্ভর ভারত – আত্মনির্ভর ত্রিপুরা গড়তে স্বদেশী বস্তুর প্রতি আকৃষ্ট করা এবং বিদেশি দ্রব্য পরিত্যিগ করা। এর জন্য গোটা রাজ্যে কাজ শুরু করবে স্বদেশী জাগরণ মঞ্চ। বিশেষ করে চিনা দ্রব্য ১০০ শতাংশ বর্জন করা। চিন মুক্ত ভারত গড়ে তোলা।
সোমবার আগরতলা প্রেসক্লাবে স্বদেশী জাগরণ মঞ্চের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানান জাতীয় প্রমুখ অন্নদাশঙ্কর পানিগ্রাহী। তিনি আরো জানান, বেম্বো বাঁশ শিল্পকে কাজে লাগিয়ে রাজ্য সরকারকে এগিয়ে যেতে হবে। এতে যুবক যুবতীদের কর্মসংস্থান হবে বলে আশা ব্যক্ত করেন তিনি। এছাড়া উপস্থিত ছিলেন জাতীয় কার্যনির্বাহী সদস্য অরুন মুখার্জী সহ অন্যান্যরা।