অগ্নিদগ্ধ অবস্থায় পঞ্চমী মুণ্ডাকে প্রথমে নিয়ে যাওয়া হয় কাতলামারা হাসপাতালে সেখান থেকে তাকে রেফার করা হয় জিবি হাসপাতালে। কিন্তু জিবি হাসপাতালে মৃত্যু হয় পঞ্চমী মুণ্ডার। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সিধাই থানায় একটি মামলা দায়ের হয়। মামালার তদন্তকারি অফিসার ছিলেন এসআই দেবেন্দ্র দেববর্মা। মামলার তদন্ত শেষে তদন্তকারি অফিসার আদালতে চার্জশীট জমা দেন। ২০১৯ সালে মামলাটির বিচার প্রক্রিয়া শুরু হয় পশ্চিম জেলার ফাস্ট ট্র্যাক কোর্টে। মামলার শুনানি চলাকালিন সময় মোট ১৪ জন সাক্ষির সাখ্য বাক্য গ্রহণ করা হয়। দীর্ঘ দিন শুনানি চলার পর শুক্রবার বিচারক অভিযুক্ত সমীর মুণ্ডাকে দোষী সাব্যস্ত করেন। এবং সোমবার সমীর মুণ্ডার সাজা ঘোষণা দিন ধার্য করেন। সেই মোতাবেক এইদিন দোষী সাব্যস্ত সমীর মুণ্ডার সাজা ঘোষণা করা হয় বলে জানান সরকার পক্ষের আইনজীবী অরবিন্দ দেব।