এর আগে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়কেই দেখা যেত বোর্ডের হয়ে আইসিসি-র সঙ্গে কথা বলতে৷ কিন্তু সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হন ভারতের প্রাক্তন অধিনায়ক৷ অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছে সৌরভের৷ হাসপাতাল থেকে ছাড়া পেলেও সৌরভকে এখন বিশ্রামেই থাকতে হচ্ছে৷ ডাক্তারদের নিরীক্ষণেই আছেন তিনি৷ ফলে এখনই তাঁর পক্ষে দৌড় ঝাঁপ করা সম্ভব নয়৷ ফলে বিসিসিআই সৌরভের পরিবর্তে জয়কেই বেছে নিয়েছে আইসিসি-তে নিজেদের প্রতিনিধি হিসাবে৷
চলতি বছর ভারতের মাটিতে টি-২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে৷ তার ঠিক দু’বছর পরেই পঞ্চাশ ওভারের বিশ্বকাপের আসর বসবে ভারতেই৷ আইসিসি-র এই মেগা দুই ইভেন্টে যাতে কর ছাড় পায় ভারত সে ব্যাপারে কেন্দ্রের সঙ্গে কথা বলবে বিসিসিআই৷ এজিএম-এ এই বিষয়টাও উঠে এসেছিল আলোচনায়৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পুত্র জয় ও বিসিসিআই ট্রেজারার অরুণ ধুমাল কথা বলবেন সরকারের সঙ্গে৷ এই বৈঠকেই ঠিক হয় যে, ১৪ তম আইপিএলের সংস্করণ প্রথামাফিক এপ্রিলেই শুরু হবে ভারতে৷ আটের বদলে ১০ দলের টুর্নামেন্ট হবে৷ আরও এক জোড়া নতুন দলের সংযোজনের বিষয়টাও চূড়ান্ত হয় যায়৷