সংবাদ সূত্রে জানা গেছে মধুপুর থানার ওসি তাপস দাস এর নেতৃত্বে টিএসআর বাহিনীর জওয়ানরা বিরোধী অভিযানের সামিল হয়।গাঁজা চাষ বিরোধী অভিযান চালিয়ে মধুপুর থানা এলাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩৬ লক্ষ ৪৫ হাজার টাকার গাঁজা চারা কেটে ধ্বংস করে দিয়েছে বলে জানা গেছে।এ বিষয়ে জানতে চাওয়া হলে মধুপুর থানার ওসির তাপস দাস জানিয়েছেন মধুপুর থানা এলাকার সীমান্তবর্তী এলাকাগুলিত ব্যাপকহারে গাঁজার চাষ হয়েছে। এ বিষয়ে পুলিশের কাছে সুনির্দিষ্ট তথ্য রয়েছে। সেই তথ্যের ভিত্তিতে মধুপুর থানার পুলিশ বিভিন্ন এলাকায় গাঁজা চাষ বিরোধী অভিযান অব্যাহত রেখেছে।এ ধরনের অভিযান চালাতে গিয়ে প্রতিদিন এই পুলিশ সাফল্য পাচ্ছে বলে জানিয়েছেন মধুপুর থানার ওসি তাপস দাস।
এ ধরনের অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন। মধুপুর থানার ওসি আরও জানিয়েছেন গাঁজা চাষ নিষিদ্ধ ঘোষণা করা সত্বেও একাংশের মানুষজন অধিক মুনাফার লোভে সরকারি আইন-কানুনের তোয়াক্কা না করে ব্যাপক হারে গাঁজা চাষ করে চলেছে। উৎপাদিত এসব গাজা প্রতিবেশী দেশ বাংলাদেশ সহ দেশের বিভিন্ন রাজ্যে প্রতিনিয়ত পাচার হচ্ছে।রাজ্য সরকার যেখানে নেশা সামগ্রির বিরুদ্ধে কঠোর মনোভাব গ্রহণ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে সে ক্ষেত্রে এ ধরনের নেশাজাতীয় চাষাবাদ বন্ধ করতে পুলিশ তৎপর হয়ে উঠেছে।শুধু মধুপুর থানা এলাকাতেই নয় রাজ্যের বিভিন্ন থানা এলাকাতে গাঁজা চাষ বিরোধী অভিযান অব্যাহত রয়েছে।