মলাকারী মানসিক ভারসাম্য হীন বলেই মনে করছে পুলিশ। এদিন, রাস্তায় পার্কিং লটে একটি গাড়িতে বসে ছিল এক ছাত্র। তাকে লক্ষ্য করেই প্রথম গুলি চালায় ওই আততায়ী। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এরপর একটি অ্যাপার্টমেন্টে ঢুকে পড়ে হামলাকারী। সেখানে এক নিরাপত্তা রক্ষীকে গুলি করে সে।
পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এরপর এক রেস্তরাঁর কর্মী ও নাবালিকাকে লক্ষ্য করে গুলি চালায় ওই আততায়ী। পরে গাড়ি নিয়ে সে শিকাগো সীমান্তের দিকে পালিয়ে যায়। সেখানে পুলিশের গুলিতে তার মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, ওই আততায়ীর নাম নাইটেঙ্গেল। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।