তবে তাকে ভালোলাগে এটুকু জানান। ফোন বা মেসেজের জবাব বুঝে শুনে দিন। এতে খুব বেশি আগ্রহ প্রকাশের কোনো প্রয়োজন নেই। দুঃসময়ে ঘনঘন উপদেশ না দিয়ে নীরবে পাশে থাকুন। এতেই কাজ হব- দৈহিকভাবে নিজেকে সবসময় আকর্ষণীয় রাখার চেষ্টা করুন।কাছে আসার একমাত্র মোক্ষম হাতিয়ার হতে পারে আপনার পারফিউমটি। তাই অবশ্যই বাছবিচার করে এটি কেনা উচিত।কথার মাঝে জড়তা কাটিয়ে স্মার্ট হওয়ার চেষ্টা করুন। চেহারায় আলাদা একটি গাম্ভীর্য ফুটিয়ে তোলার চেষ্টা করুন।হাসি ও খাওয়াদাওয়ায় মার্জিত ভঙ্গি রপ্ত করুন। চোখে চোখ রেখে কথা বলতে শিখুন।