স্টাফ রিপোর্টার, তেলিয়ামুড়া, ১০ জানুয়ারি।। ফাঁসি দিয়ে আত্মহত্যা করল পঞ্চাশোর্ধ এক ব্যক্তি। ঘটনা রবিবার সকালে তেলিয়ামুড়া থানাধীন কালিটিলা গ্রামে।মৃত ব্যক্তির নাম শৈলেন্দ্র চন্দ্র রায়। বয়স ৫৫ বছর। পেশায় তিনি দিনমজুর ছিলেন। ঘটনার বিবরণে জানা যায় কালিটিলা গ্রামের বাসিন্দা শৈলেন্দ্র চন্দ্র রায় ওরফে শেখর বাড়ির সবার নজর এড়িয়ে নিজ ঘরে ফাঁসিতে আত্মহত্যা করেন। জানা গেছে মৃত শৈলেন্দ্র চন্দ্র রায়ের সহধর্মিনী ওনার সাথে থাকেন না দীর্ঘ বছর ধরে। ফলে তিনি দুই পুত্রকে নিয়ে বসবাস করতেন নিজ বাড়িতেই।
এদিকে রবিবার সকালে বাড়ির সবার নজর এড়িয়ে নিজ ঘরে ফাঁসিতে আত্মহত্যা করেন তিনি। এদিন সকালে প্রতিবেশীরা এই ঘটনাটি প্রত্যক্ষ করে। পরে খবর দেওয়া হয় তেলিয়ামুড়া থানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে তেলিয়ামুড়া হাসপাতালের মর্গে পাঠায় ময়নাতদন্তের জন্য। জানা যায় মৃত শৈলেন্দ্র চন্দ্র রায় দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন।