২০১৯ সালের ৯ ফেব্রুয়ারি চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। সমগ্র রাজ্যে আইনজীবিদের সচিত্র পরিচয় পত্র দেওয়া গেছে। যারা এনরোলমেন্ট জন্য আবেদন করেছেন তাদের শীঘ্রই এনরোলমেন্ট দেওয়া হবে বলে জানান তিনি। এই সময়ের মধ্যে একটি সফটওয়্যার তৈরি করে আইনজীবীদের তথ্য ও নথি সংরক্ষিত করা হয়েছে। ১৫ জন আইনজীবী ছাড়া বাকি সকলের নথি রয়েছে। বার কাউন্সিল অফ ত্রিপুরার লোগো করা হয়েছে। জুনিয়র আইনজীবীদের প্রশিক্ষণের জন্য প্রক্রিয়া নেওয়া এবং তা কার্যকর করা, আর্থিকভাবে দুর্বল আইনজীবিদের সহায়তা করার চেষ্টা আগামী দিনে করা হবে বলে জানান বার কাউন্সিল অফ ত্রিপুরার চেয়ারম্যান অ্যাডভোকেট প্রদ্যুৎ কুমার ধর।
এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বার কাউন্সিল অফ ত্রিপুরার ভাইস চেয়ারম্যান আইনজীবী কাকলি দেব, ডিসিপ্লিন কমিটির চেয়ারম্যান আইনজীবী রঞ্জিত চক্রবর্তী সহ অন্যান্যরা। ফেব্রুয়ারী মাসে বার কাউন্সিল অফ ত্রিপুরার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।