স্টাফ রিপোর্টার, আগরতলা, ১১ জানুয়ারি।। কেন্দ্রীয় সামাজিক ন্যায় এবং ক্ষমতায়ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রামদাস আঠাওয়ালে আজ সন্ধ্যায় সচিবালয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎকারে মিলিত হন৷ মুখ্যমন্ত্রী তাকে শুভেচ্ছা জানান এবং মারক উপহার প্রদান করেন৷
সাক্ষাৎকারকালে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব রাজ্যে তপশিলি জাতি কল্যাণ, শিল্প, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সহ বিভিন্ন বিষয়ে রাজ্য সরকারের গৃহীত পদক্ষেপগুলি সম্পর্কে প্রতিমন্ত্রী শ্রী আঠাওয়ালেকে অবহিত করেন৷ সাক্ষাৎকারের সময় মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে জানান, সাব্রুমে বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপিত হলে ত্রিপুরা হবে উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলির জন্য অর্থনৈতিক করিডোর৷
কারণ উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে ত্রিপুরাই একমাত্র রাজ্য যার সাথে বাংলাদেশের সমুদ্রবন্দরের দূরত্ব খুব কম৷ হলদিয়া বন্দর থেকে বিভিন্ন সামগ্রী উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে আমদানি করার ক্ষেত্রে সময়ের পাশাপাশি পরিবহণ খরচও বেশি পড়ে৷
সাব্রুমে ফেণী নদীর উপর মৈত্রী সেতুর নির্মাণ কাজ শেষ হলে ত্রিপুরা সহ উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলির সঙ্গে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরের দূরত্ব অনেক কমে যাবে৷ ফলে বিভিন্ন সামগ্রী আমদানি করতে পরিবহণ খরচ কম পড়বে৷
মুখ্যমন্ত্রী আশাব্যক্ত করে বলেন, আগামী ৩ বছরের মধ্যে ত্রিপুরার মাধ্যমেই বাংলাদেশের সাথে উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলির যোগাযোগ স্থাপিত হবে৷ পাশাপাশি সাবমে বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপন হলে রাজ্যে বড় মাত্রায় কর্মসংস্থানেরও সুুযোগ সৃষ্টি হবে৷ ফলে আগামী ৫ বছরের মধ্যে ত্রিপুরা অর্থনৈতিক দিক দিয়ে এগিয়ে যাওয়ার প্রচুর সম্ভাবনা রয়েছে৷
রাজ্য সরকার সেই দিশাতেই পরিকল্পনা নিয়ে কাজ করছে বলে সামাজিক ন্যায় এবং ক্ষমতায়ন মন্ত্রকের প্রতিমন্ত্রীকে জানান৷ সাক্ষাৎকালে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শ্রী আঠাওয়ালে মুখ্যমন্ত্রীর কাছ থেকে রাজ্যের বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন৷ এই সাক্ষাৎকারের সময় রাজ্যের সাংসদ প্রতিমা ভৌমিকও উপস্থিত ছিলেন৷