মুখ্যমন্ত্রীর সাথে কেন্দ্রীয় সামাজিক ন্যায় প্রতিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার, আগরতলা, ১১ জানুয়ারি।। কেন্দ্রীয় সামাজিক ন্যায় এবং ক্ষমতায়ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রামদাস আঠাওয়ালে আজ সন্ধ্যায় সচিবালয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎকারে মিলিত হন৷ মুখ্যমন্ত্রী তাকে শুভেচ্ছা জানান এবং মারক উপহার প্রদান করেন৷

সাক্ষাৎকারকালে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব রাজ্যে তপশিলি জাতি কল্যাণ, শিল্প, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সহ বিভিন্ন বিষয়ে রাজ্য সরকারের গৃহীত পদক্ষেপগুলি সম্পর্কে প্রতিমন্ত্রী শ্রী আঠাওয়ালেকে অবহিত করেন৷ সাক্ষাৎকারের সময় মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে জানান, সাব্রুমে বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপিত হলে ত্রিপুরা হবে উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলির জন্য অর্থনৈতিক করিডোর৷

কারণ উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে ত্রিপুরাই একমাত্র রাজ্য যার সাথে বাংলাদেশের সমুদ্রবন্দরের দূরত্ব খুব কম৷ হলদিয়া বন্দর থেকে বিভিন্ন সামগ্রী উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে আমদানি করার ক্ষেত্রে সময়ের পাশাপাশি পরিবহণ খরচও বেশি পড়ে৷

সাব্রুমে ফেণী নদীর উপর মৈত্রী সেতুর নির্মাণ কাজ শেষ হলে ত্রিপুরা সহ উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলির সঙ্গে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরের দূরত্ব অনেক কমে যাবে৷ ফলে বিভিন্ন সামগ্রী আমদানি করতে পরিবহণ খরচ কম পড়বে৷

মুখ্যমন্ত্রী আশাব্যক্ত করে বলেন, আগামী ৩ বছরের মধ্যে ত্রিপুরার মাধ্যমেই বাংলাদেশের সাথে উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলির যোগাযোগ স্থাপিত হবে৷ পাশাপাশি সাবমে বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপন হলে রাজ্যে বড় মাত্রায় কর্মসংস্থানেরও সুুযোগ সৃষ্টি হবে৷ ফলে আগামী ৫ বছরের মধ্যে ত্রিপুরা অর্থনৈতিক দিক দিয়ে এগিয়ে যাওয়ার প্রচুর সম্ভাবনা রয়েছে৷

রাজ্য সরকার সেই দিশাতেই পরিকল্পনা নিয়ে কাজ করছে বলে সামাজিক ন্যায় এবং ক্ষমতায়ন মন্ত্রকের প্রতিমন্ত্রীকে জানান৷ সাক্ষাৎকালে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শ্রী আঠাওয়ালে মুখ্যমন্ত্রীর কাছ থেকে রাজ্যের বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন৷ এই সাক্ষাৎকারের সময় রাজ্যের সাংসদ প্রতিমা ভৌমিকও উপস্থিত ছিলেন৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?