দৃষ্টিহীনদের এ ধরনের উদ্যোগ উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে বলে উল্লেখ করেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন বর্তমানে রাজ্যের ব্লাড ব্যাঙ্ক গুলিতে রক্তের সংকট চরম আকার ধারণ করেছে।এই সংকটময় মুহুর্তে রক্তদানে এগিয়ে আসা প্রত্যেকেরই প্রয়োজন। আধুনিক বিজ্ঞান প্রযুক্তির অনেক উন্নতি সাধিত হলেও এখনও বিজ্ঞান রক্তের বিকল্প কোন আবিষ্কার করতে পারেনি। কোন ল্যাবরেটরীতে রক্ত তৈরি করা যায় না। একমাত্র মানুষই পারে রক্তদানের মধ্য দিয়ে রক্তের ঘাটতি পূরণ করতে। আমাদের রাজ্যে রক্তদানের প্রবণতা খুবই উৎসাহ জনক বলে তিনি উল্লেখ করেন। তবে করুণা ভাইরাস সংক্রমণ জনিত কারণে রাজ্যে রক্তদানের প্রবণতা কমে গেছে।এখন এর চিকিৎসা পরিষেবার কাজে মারাত্মকভাবে বিঘ্ন ঘটে চলেছে।
রক্তের অভাবে যাতে কারো প্রাণ অকালে ঝরে না যায় সে জন্য সচেতন নাগরিকদের রক্তদানে এগিয়ে আসার জন্য শিক্ষামন্ত্রী সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।অল ত্রিপুরা ব্লাইন্ড কমিটি রক্তদান শিবির সংগঠিত করার মধ্য দিয়ে সমাজকে নতুন বার্তা দিতে এসেছ বলে তিনি উল্লেখ করেছেন। আগামী দিনে ধরনের সামাজিক কাজকর্মের এগিয়ে আসাার জন্য ব্লাইন্ড কমিটির কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী লাল নাথ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা প্রেসক্লাবের সম্পাদক প্রণব সরকার সহ ব্লাইন্ডড কমিটির কর্মকর্তা ও অন্যান্য বিশিষ্টজনেরা।