মানুষের মনে আস্থা জোগাতে করোনার টিকা নিলেন নবতিপর রানী ও তাঁর স্বামী

অনলাইন ডেস্ক, ১০ জানুয়ারি।। ব্রিটেনে নতুন করে করোনার সংক্রমণ বেড়েছে। করোনার নতুন স্ট্রেনের আতঙ্কে ভুগছে গোটা ব্রিটেন। দেশজুড়ে টিকা নেওয়ার হুড়োহুড়ি শুরু হয়েছে। তবে টিকা নিয়ে এখনও অনেকের মনে সংশয় আছে। এই পরিস্থিতিতে টিকা নিয়ে মানুষের মনে আস্থা ও ভরসা জোগাতে এগিয়ে এলেন দেশের রানী দ্বিতীয় এলিজাবেথ এবং তাঁর স্বামী প্রিন্স ফিলিপ। এই নবতিপর দম্পতি করোনার টিকা নিয়ে এক নজির গড়লেন।

প্রিন্স ফিলিপ চলতি বছরেই শতবর্ষ পূরণ করবেন। তাঁর পক্ষে করোনার ভ্যাকসিন নেওয়া যথেষ্টই প্রশংসার বলে মনে করা হচ্ছে। রাজ পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ব্রিটেনের মানুষের মনে ভ্যাকসিন নিয়ে যে সংশয় রয়েছে তা দূর করতে এগিয়ে এসেছেন রাজপরিবারের দুই প্রধান সদস্য রানী দ্বিতীয় এলিজাবেথ এবং তাঁর স্বামী ফিলিপ। করোনাজনিত পরিস্থিতিতে গত একবছর স্বামীর সঙ্গে নিভৃতবাসে কাটিয়েছেন রানি।

অতি জরুরি প্রয়োজন ছাড়া রাজপ্রাসাদে কোনও মানুষকে ঢুকতে দেওয়া হয়নি। রাজা এবং রানি দুজনেরই যথেষ্ট বয়স হয়েছে। সে কারণেই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। শনিবার এলিজাবেথ এবং তাঁর স্বামী ফিলিপ টিকা নিয়েছেন।

রাজপ্রাসাদে এক চিকিৎসক তাঁদের টিকা দেন। জানা গিয়েছে, ব্রিটেনে প্রায় ৩০ লক্ষ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। করোনা আক্রান্ত হয়ে ওই দেশে মৃত্যু হয়েছে ৮০ হাজারেরও বেশি মানুষের।

ইতিমধ্যেই ওই দেশে টিকা এসে গিয়েছে। জোরকদমে টিকাকরণের কাজ শুরু হয়েছে। তবে দেশবাসীর একাংশের মনে এখনও এই টিকার কার্যকারিতা এবং পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে নানা প্রশ্ন রয়েছে। দেশবাসীর মনের সেই আতঙ্ক কাটাতেই এই রাজদম্পতি টিকা নিয়েছেন বলে জানানো হয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?