ট্রাম্পকে অভিশংসনের প্রক্রিয়া শুরু সোমবার

অনলাইন ডেস্ক, ১০ জানুয়ারি।। ক্যাপিটল ভবনে হামলার ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসনের আনুষ্ঠানিক প্রক্রিয়া সোমবার থেকে শুরু করতে চায় ডেমোক্র্যাটরা।

রিপ্রেজেনটেটিভ টেড লিউ টুইটারে জানিয়েছেন, প্রতিনিধি পরিষদের সদস্যরা সোমবার অভিশংসনের সাংবিধানিক অনুচ্ছেদ আনুষ্ঠানিকভাবে শুরু করবেন।

অধিকাংশ মার্কিন রাজনীতিবিদের অভিযোগ অভিযোগ, বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্পের উসকানিতে কংগ্রেসের ভেতরে বুধবারের দাঙ্গাহাঙ্গামার ঘটনাটি ঘটে, যার জেরে পাঁচ ব্যক্তি প্রাণ হারায়।

ক্যালিফোর্নিয়ার প্রতিনিধি টেড লিউ জানিয়েছেন, স্থানীয় সময় শনিবার সন্ধ্যা পর্যন্ত ১৮০ জন প্রতিনিধি আর্টিকেল অব ইমপিচমেন্ট অর্থাৎ সংসদীয় বিচারের আইনের খসড়াটিতে সই করেছেন। তবে কোনো রিপাবলিকান এখনো এতে সম্মতি দেননি।

কংগ্রেসের নিম্ন-কক্ষ হাউস অব রিপ্রেজেনটেটিভসের স্পিকার ন্যান্সি পেলসি বলছেন, ‘ট্রাম্প যদি এই মুহূর্তে পদত্যাগ না করেন তাহলে বিচারের লক্ষ্যে একটি সাংবিধানিক অনুচ্ছেদ নিয়ে কাজ শুরু করবেন। ’জো বাইডেন বলেছেন, বিচারের বিষয়ে সিদ্ধান্ত নেবে কংগ্রেস। তবে তিনি ‘বহুদিন ধরে জানতেন যে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্টের দায়িত্ব পালনের উপযুক্ত নন। ’

ট্রাম্পের নেতৃত্বাধীন হোয়াইট হাউস বিচার করার উদ্যোগকে নাকচ করে বলেছে এটি ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ এবং এতে ‘আমাদের মহান দেশ আরও বিভক্ত হয়ে পড়বে। ’ উদ্যোগটি যদি সত্যিই কার্যকর হয়, তাহলে এটি হবে ট্রাম্পের বিচারের জন্য হাউস অব রিপ্রেজেনটেটিভের দ্বিতীয় দফা প্রচেষ্টা।

এর আগে ২০১৯ সালের ডিসেম্বর মাসে ক্ষমতার অপব্যবহার এবং কংগ্রেসের কাজে বাধাদানের অভিযোগে সংসদের নিম্ন কক্ষে ট্রাম্পের বিচার করা হয়। কিন্তু পরের বছর ফেব্রুয়ারি মাসে সংসদের উচ্চ-কক্ষ সিনেটে দুটি অভিযোগই খারিজ হয়ে যায়।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?