আংটি বদলের পর নীলের সঙ্গে বলিউডের গানে নাচতেও দেখা গেল তৃণা সাহাকে। একাধিক ফিল্মি গানে পারফর্ম করলেন তাঁরা। নীল-তৃণার বাগদান অনুষ্ঠানের ভিডিও উঠে এসেছে তাঁদের ফ্যান পেজে।
তৃ-নীলের বাগদান অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তাঁদের বাংলা ফিল্ম ও টেলিভিশন ইন্ডাস্ট্রির বন্ধুরা। ৪ ফেব্রুয়ারি গাঁটছড়া বাঁধতে চলেছেন নীল-তৃণা। ১৪ ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইনস ডে-এর দিন তাঁদের রিসেপশন পার্টি বসতে চলেছে।
উল্লেখ্য, ২০১১তে নীল ও তৃণার বন্ধুত্বের সূত্রপাত। তবে একে অপরের উপর প্রতি বিশেষ অনুভূতির কথা তাঁরা বুঝতে পারেন ২০১৬ সালে এসে। সে বছর ৮ জুন নীলের জন্মদিনে তৃণাই নাকি তাঁকে প্রথম ভালোবাসার কথা জানিয়েছিলেন!
তবে নিজের মনের কথা তৃণাকে বলতে কিছুটা সময় নিয়েছিলেন নীল। ২০১৭-র ২১ জানুয়ারি তৃণার জন্মদিনে নীল শেষপর্যন্ত তাঁর ভালোবাসার কথা জানিয়ে দেন। অবশেষে এখন চার হাত এক হওয়ার অপেক্ষা।