ড্রোনে উড়ে এল এনগেজমেন্ট রিং, রূপকথার বাগদান তৃ-নীলের

অনলাইন ডেস্ক, ১০ জানুয়ারি।। বিয়ের ঠিক ২৫ দিন আগে রূপকথার বাগদান সারলেন টেলিভিশনের ‘নিখিল’ ও ‘গুনগুন’। শনিবার কলকাতায় অভিনেতা নীল ভট্টাচার্য ও তৃণা সাহার বাগদানের জমকালো আসর বসেছিল। খানিক রূপকথার আঙ্গিকে হল সেলিব্রেশন। ফিল্মি কায়দায় ড্রোনে উড়ে এল বাগদানের আংটি। সেই আংটি হাঁটু গেড়ে বসে তৃণার হাতে পরিয়ে দেন অভিনেতা!

আংটি বদলের পর নীলের সঙ্গে বলিউডের গানে নাচতেও দেখা গেল তৃণা সাহাকে। একাধিক ফিল্মি গানে পারফর্ম করলেন তাঁরা। নীল-তৃণার বাগদান অনুষ্ঠানের ভিডিও উঠে এসেছে তাঁদের ফ্যান পেজে।

তৃ-নীলের বাগদান অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তাঁদের বাংলা ফিল্ম ও টেলিভিশন ইন্ডাস্ট্রির বন্ধুরা। ৪ ফেব্রুয়ারি গাঁটছড়া বাঁধতে চলেছেন নীল-তৃণা। ১৪ ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইনস ডে-এর দিন তাঁদের রিসেপশন পার্টি বসতে চলেছে।

উল্লেখ্য, ২০১১তে নীল ও তৃণার বন্ধুত্বের সূত্রপাত। তবে একে অপরের উপর প্রতি বিশেষ অনুভূতির কথা তাঁরা বুঝতে পারেন ২০১৬ সালে এসে। সে বছর ৮ জুন নীলের জন্মদিনে তৃণাই নাকি তাঁকে প্রথম ভালোবাসার কথা জানিয়েছিলেন!

তবে নিজের মনের কথা তৃণাকে বলতে কিছুটা সময় নিয়েছিলেন নীল। ২০১৭-র ২১ জানুয়ারি তৃণার জন্মদিনে নীল শেষপর্যন্ত তাঁর ভালোবাসার কথা জানিয়ে দেন। অবশেষে এখন চার হাত এক হওয়ার অপেক্ষা।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?