স্টাফ রিপোর্টার, আগরতলা, ১০ জানুয়ারি।। রবিবার বড়দোয়ালি বিধানসভা কেন্দ্রের ৫৬ টি বুথে এক সাথে জন সম্পর্ক অভিযানে নামে বিজেপির কর্মী সমর্থকরা। বিজেপি সদর জেলা শহরাঞ্চল কমিটির সিদ্ধান্ত মোতাবেক এই জন সম্পর্ক অভিযান শুরু হয়েছে। আসন্ন পুর ভোটকে সামনে রেখে বিজেপি সদর জেলা শহরাঞ্চল কমিটি এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। সিদ্ধান্ত মোতাবেক বিজেপি দলের কর্মী সমর্থকরা এইদিন সকাল থেকে বড়দোয়ালি মণ্ডলের ৫৬ টি বুথে এক যোগে জন সম্পর্ক অভিযানে নামে।
এইদিনের জন সম্পর্ক অভিযানে বিজেপি সদর জেলা শহরাঞ্চল কমিটির সভাপতি ডঃ অলক ভট্টাচার্যও অংশগ্রহণ করেন। তিনি জানান বিজেপি দল প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যেতে চায়, তার জন্য এই জন সম্পর্ক অভিযান। পর্যায়ক্রমে বিজেপি সদর জেলা শহরাঞ্চল কমিটির অন্তর্গত প্রতিটি মণ্ডলে এই ধরনের জন সম্পর্ক অভিযান করা হবে। তিনি আরও জানান সামনে পুর ভোট। এই পুর ভোটের আগে বিজেপির লক্ষ্য প্রতিটি পরিবার থেকে এক জন করে বিজেপি দলের কার্যকরতা তুলে আনা।